West Bengal News Live : উত্তর ২৪ পরগনার হালিশহরে শুরু হল জেটিয়া উৎসব
West Bengal News Update : এখানে ক্লিক করে পড়ে নিন জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি।
উত্তর ২৪ পরগনার হালিশহরে শুরু হল জেটিয়া উৎসব। উৎসবে থাকছে সাংসকৃতিক অনুষ্ঠান, পাখি প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা থেকে অসংখ্য বিনোদের ব্যবস্থা। চলবে ১৪ তারিখ পর্যন্ত।
'আমরাও চাই বিরোধীরা দু-একটি আসন পাক। সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন চায় তৃণমূল কংগ্রেস। মানুষ বিরোধীদের ভোট না দিলে আমরা কী করব,' কটাক্ষ ব্রাত্য বসুর।
আবাস-দুর্নীতিতে সমান দায়ী বিডিও-রাও। বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়ার শ্যামপুরের তৃণমূল বিধায়ক। সরকারি আধিকারিকরা সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্যই এসব করেছেন বলে অভিযোগ করে তাঁর দাবি, কৈফিয়ত দিতে হলে বিডিও দিন। নিজেরা দুর্নীতি করে বিডিওর ঘাড়ে দোষ চাপাচ্ছে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
'কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস। ব্র্যান্ডের নাম মমতা বন্দ্যোপাধ্য়ায়', মন্তব্য হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর। 'মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের নেতৃত্বে চলছে বাংলা। কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, কেউ কিছু নয়। সবাই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ,' মন্তব্য তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর।
স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষকদের রাজ্য সম্মেলনের আয়োজন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে। প্রতিবাদ করায়, স্কুলেরই এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন শাসক-নেতা। উল্টে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক।
পঞ্চায়েতের প্রধান পদে লাগাতার সংরক্ষণের অভিযোগে উত্তর ২৪ পরগনার নৈহাটির তৃণমূল বিধায়ককে চিঠি দিলেন শিবদাসপুরের অঞ্চল সভাপতি-সহ তৃণমূলের একাংশ। বিষয়টি মিটে গেছে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
বাগডোগরার মুনি চা বাগানের নর্দমায় পড়ে গিয়েছিল চিতাবাঘের ২টি ছানা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে দিয়ে ক্যামেরা বসায় বন দফতর। দুপুর থেকে চলা উৎকণ্ঠার শেষ হল রাত ২টো বেজে ৪৯ মিনিটে। মা চিতাবাঘ এসে শাবকদুটিকে তুলে নিয়ে যায়।
কলকাতার নিরাপত্তা জোরদার করতে একাধিক উদ্যোগ নিল লালবাজার। তিন হাজার সিসি ক্যামেরা বসানো হচ্ছে শহর জুড়ে। থানায় থানায় রাখা হচ্ছে মোটর বাইক। মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতেও নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ।
সংসার বিমুখ জামাই দীর্ঘ দিন ধরে নিরুদ্দেশ। হাজার চেষ্টা-চরিত্র করেও সংসারে ফেরানো যায়নি তাঁকে। শেষ মেশ তাই গুণিনের দ্বারস্থ হন শ্বশুরবাড়ির লোকজন। মন্ত্র পড়ে, তুকতাক করে, যেন তেন প্রকারে জামাইকে সংসারে ফেরানোই ছিল উদ্দেশ্য। কিন্তু তা করতে গিয়ে এলাকাবাসীর রোষে পড়লেন দুই মহিলা। একজোট হয়ে তাঁদের গণধোলাই দিলেন গ্রামের লোকজন।
চার মাস ধরে বন্ধ রাজ্য সরকারের আর্থিক সাহায্য। অভিযোগ তুলে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন জেসপের কর্মীরা। দ্রুত সমাধানের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর দফতরের আমলার নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ। উত্তরপ্রদেশের মথুরা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
রাজ্যজুড়ে জারি থাকবে শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। মালদা, দুই দিনাজপুরে দিনের তাপমাত্রা ৫ ডিগ্রি কম থাকার সম্ভাবনা। পুরুলিয়া ও পশ্চিম মোদিনীপুরে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
তৃণমূলের দিদির দূত ও দিদির সুরক্ষাকবচ কর্মসূচিকে কটাক্ষ দিলীপ ঘোষের। 'দিল্লির দূতরা এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। ব্যাঙ্ক, বিডিও অফিসেও পৌঁছে যাচ্ছে দিল্লির দূত। সেই ভয়ে তৃণমূলের নেতারা থরহরিকম্প। মানুষ শীতে কাঁপছে, তৃণমূল সিবিআইয়ের ভয়ে কাঁপছে। দিদির সুরক্ষাকবচ এখন তৃণমূলের নেতাদের লাগবে', কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
আবাস-দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের কর্মসূচিতে যোগ দেওয়ায় দলীয় নেতারই 'রোষে' তৃণমূল কর্মী! মকরামপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মসূচিতে যোগ দেওয়ায় আক্রান্ত তৃণমূলেরই কর্মী। মেরে কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে। গুরুতর জখম তৃণমূল কর্মী পুলক শাসমল মেদিনীপুর মেডিক্যালে ভর্তি।
নন্দীগ্রামে শহিদ স্মরণে বামেদের প্রশংসায় শুভেন্দু অধিকারী। 'তৃণমূলের চেয়ে অনেক শক্তিশালী ছিল বামফ্রন্ট। সিপিএমের সবাই খারাপ নন, আমাদের সঙ্গে অনেক সিপিএম কর্মী এসেছেন। নন্দীগ্রামে আমাকে অনেক সিপিএম কর্মীও ভোট দিয়েছেন', নন্দীগ্রামে শহিদ স্মরণে সিপিএমের প্রশংসায় শুভেন্দু অধিকারী।
দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে টিকিয়াপাড়া থেকে ২ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। ধৃত ২ জনের মধ্যে একজন এম টেকের ছাত্র । দ্বিতীয় হুগলি সেতু থেকে তাড়া করে ২ জনকে পাকড়াও করে এসটিএফ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার। জিহাদি কার্যকলাপের সঙ্গে ধৃতরা জড়িত, দাবি এসটিএফের। খিদিরপুরে গোপন বৈঠক ছাড়াও অস্ত্র সংগ্রহ করার পরিকল্পনা ছিল দুজনের, খবর সূত্রের। ১৯ জানুয়ারি পর্যন্ত ধৃত ২ জনের পুলিশ হেফাজত।
দোষী সাব্যস্ত হওয়ার পরে এজলাস থেকে পালানো আসামির আত্মসমর্পণ। কাটোয়া মহকুমা আদালতে এসে এজলাসে আত্মসমর্পণ আসামি জিতেন মাঝির। সারা রাত শহরের কাছেই একটি গ্রামে আত্মীয়র বাড়িতে আসামি লুকিয়ে ছিল বলে দাবি। বাড়িতে খবর দিলে জিতেনের বাড়ির লোক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে । তারপরেই জিতেন মাঝি এজলাসে এসে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর ১০ বছরের কারাদণ্ড জিতেন মাঝির।
পঞ্চায়েত ভোটের আগে বোমাবাজি। পোড়ানো হল তৃণমূলের পতাকা ও তৃণমূল নেত্রীর ছবি। সোনারপুরের খেয়াদায় উত্তেজনা। গ্রেফতার ৩।
ইন্টার্নদের অবস্থান-বিক্ষোভ ঘিরে আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা অব্যাহত। এর মধ্য়েই মহিলা হস্টেলের সুপার-সহ হস্টেল কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগপত্র পাঠালেন অধ্যক্ষের কাছে। হোয়াটসঅ্যাপেও মেসেজ করা হয়েছে বলে জানিয়েছেন পদত্যাগীরা। তাঁদের অভিযোগ, ডেন্টাল কলেজের অধ্যক্ষের ফোনে বারবার যোগাযোগের চেষ্টা হলেও, সাড়া মেলেনি। অধ্যক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পঞ্চায়েত ভোটের আগে সোনারপুরের খেয়াদায় ফের বোমাবাজির অভিযোগ। তৃণমূলের দলীয় পতাকা, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানার ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
একুশ শতকেও আঁকড়ে রয়েছে কুসংস্কারের বেড়ি! মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকায় তুকতাকের কারণে অঘটনের অভিযোগে দুই মহিলাকে গণপিটুনি দিলেন স্থানীয়রা। অন্যদিকে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক আদিবাসী প্রৌঢ়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।
সম্মানিত রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প।
কেন্দ্রের দেওয়া প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত পশ্চিমবঙ্গ।
নয়াদিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
পঞ্চায়েত ভোটের আগে সোনারপুরের খেয়াদায় বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল। তৃণমূলের দলীয় পতাকা, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানার ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে
তৃণমূল ও বিজেপি। একই ব্যানারে শাসক ও বিরোধীদলের আলাদা স্মরণ সভা। ভোরের আলো ফোটামাত্র শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করল তৃণমূল। বাদ গেল না রাজনীতিও।
স্মরণসভার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন
কুণাল ঘোষ।
শহর থেকে জেলা, গোটা রাজ্যেই হাড় কাঁপানো ঠান্ডা। শুক্রবারই চলতি মরসুমের শীতলতম দিন। তবে ২৪ ঘণ্টায় খানিকটা উর্ধ্বগামী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
'যারা শহিদ হল তাদের কথা ভুলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছে। কোনও একটা দিবস রাজনীতির ইস্যু হয়ে যায়।' নন্দীগ্রামে কুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারীর শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন
নিয়ে ইঙ্গিতপূর্ণ মম্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
এজেসি বোস উড়ালপুলে দুর্ঘটনা। দুটি মোটরবাইকের সংঘর্ষে একজন আহত হন। সকাল সোয়া ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। SSKM-এর দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পাশ দিয়ে যাওয়া বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে আহত হন দ্বিতীয় বাইকের সওয়ারি। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ইন্টার্নদের অবস্থান-বিক্ষোভ ঘিরে আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা অব্যাহত। এর মধ্য়েই মহিলা হস্টেলের সুপার-সহ হস্টেল কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগপত্র পাঠালেন অধ্যক্ষের কাছে। হোয়াটসঅ্যাপেও মেসেজ করা হয়েছে বলে জানিয়েছেন পদত্যাগীরা।
দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরেও এবার প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীবিবাদ। মেদিনীপুরে তৃণমূল বিধায়ক জুন মালিয়ার সাংবাদিক বৈঠকে গরহাজির জেলা সভাপতি সুজয় হাজরা। অথচ তার দেড়ঘণ্টা আগে ২০০ মিটার দূরে পৃথক সাংবাদিক বৈঠক করেন তিনি। অস্বস্বিতে তৃণমূল নেতৃত্ব।
কলকাতায় বাড়তে চলেছে সম্পত্তি কর। ৭টি জোনে গড়ে ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি। স্কোয়ার ফিটে বাড়ছে ২ থেকে ৮ টাকা। বড় আবাসনে সর্বোচ্চ, দাবি পুরসভার।
মৃতের নামে অ্যাকাউন্ট! কেউ নিম্নবিত্ত, কেউ নিরক্ষর, তাও সই করে অ্যাকাউন্টে লেনদেন। সই মেলাতে বিশেষজ্ঞদের ডাকছে সিবিআই। ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ।
অধ্যাপক পরিচয়ে ফ্ল্যাট ভাড়া। বারাসাত-হাবড়ায় অফিস। তল্লাশিতে মিলল দক্ষিণ ভারতের কলেজের নথি। উদ্ধার ৩২ লক্ষ ভর্তির কমিশনের টাকা বলে সন্দেহ পুলিশের।
টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার খড়দায় টাকার পাহাড়। ফ্ল্যাট থেকে ৩২ লক্ষের হদিশ। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের ম্যারাথন অভিযান।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম
১। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার খড়দায় টাকার পাহাড়। ফ্ল্যাট থেকে ৩২ লক্ষের হদিশ। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের ম্যারাথন অভিযান। অধ্যাপক পরিচয়ে ফ্ল্যাট ভাড়া। বারাসাত-হাবড়ায় অফিস। তল্লাশিতে মিলল দক্ষিণ ভারতের কলেজের নথি। উদ্ধার ৩২ লক্ষ ভর্তির কমিশনের টাকা বলে সন্দেহ পুলিশের।
২। গরুপাচারের সিবিআই তদন্তে সিউড়ির সমবায় ব্যাঙ্কে অসংখ্য বেনামি অ্যাকাউন্টের হদিশ। লক্ষ লক্ষ টাকার লেনদেন, জানেনই না গ্রাহক!
৩। মৃতের নামে অ্যাকাউন্ট! কেউ নিম্নবিত্ত, কেউ নিরক্ষর, তাও সই করে অ্যাকাউন্টে লেনদেন। সই মেলাতে বিশেষজ্ঞদের ডাকছে সিবিআই। ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ।
৪। আঠেরোর পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ। শুভেন্দুর ঘাড়ে দায় ঠেলেও মানলেন হাওড়ার তৃণমূল বিধায়ক।
৫। শুভেন্দুর নির্দেশেই বিরোধীশূন্য, পাঁচলার তৃণমূল বিধায়কের অভিযোগে তোলপাড়। তৃণমূলে থাকতে পাপ, বিজেপিতে এসে প্রায়শ্চিত্ত, দাবি রাহুলের।
৬। শুভেন্দুর বিরুদ্ধে বয়ান নিতে হুমকি দিয়ে অত্যাচার করেছিল পুলিশ। জামিনে ছাড়া পেয়েই বিস্ফোরক কাঁথি পুরসভার ঠিকাদার। এরকম কিছু ঘটেনি, দাবি এসডিপিও-র।
৭। বিধায়কের পর এবার ব্লক সভাপতি। আবাস-বিতর্কে ফের তৃণমূল নেতার নিশানায় বিডিও।
৮। দোতলা পাকা বাড়ি, তাও আবাস তালিকায় নাম! মালদায় কেন্দ্রীয় দলের সামনেই দুর্নীতি ফাঁস!
৯। মালদায় আবাসের তালিকা ধরে খোঁজ কেন্দ্রীয় দলের। যাঁরা ঘর পেয়েছেন তাঁদের সঙ্গে কথা। আবেদন করেছেন কিনা, প্রশ্ন কাঁচাবাড়ির মালিকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -