নয়াদিল্লি : ফের চোখ রাঙাচ্ছে করোনা। বছরের শেষ 'মন কি বাতে' (Maan ki Baat) সতর্ক থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra)। 'করোনা-সতর্কতার সঙ্গেই বছর শেষের উৎসবে মাতুন', দেশবাসীর উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর। মাস্কের ব্যবহার ও হাত ধোয়ার পরামর্শ। দেশবাসীকে আগামী বছরের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। 


আজ বছরের শেষ তথা ৯৬ তম মন কি বাত দেশবাসীকে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশ কীভাবে করোনার (Coronavirus) মোকাবিলা করেছে, সে কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি এও বলেন, করোনা মহামারী রুখতেও আয়ুর্বেদ বড় ভূমিকা পালন করতে পারে। আয়ুর্বেদের উপরেও আস্থা রাখতে বলেন দেশবাসীকে। মোদির কথায়, বেশ কয়েকটি দেশে করোনা বাড়ছে, বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। পোলিয়ো দূরীকরণে ভারতের সাফল্যের কথা বলেন, স্মল পক্সের ক্ষেত্রেও ভারতের নিরন্তর লড়াইয়ের কথা ও সাফল্য অর্জনের কথা মনে করিয়ে দেন।                                                      


প্রসঙ্গত, দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। দেশে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৪২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯৩ জনের। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৭৮ হাজার ৩০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৬৯ লক্ষ ৬৪ হাজার ৭৬৩।     


ক'দিন আগেই কেন্দ্র রাজ্যগুলিকে জিনোম সিকোয়েন্সিং বাড়াতে এবং ভাইরাসের বিস্তার মোকাবেলায় সতর্কতা বাড়াতে বলেছে। চিন এবং অন্যান্য প্রভাবিত দেশ থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে কোভিড টেস্টিং বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও  বলেন, “এটি যথাযথ জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে। রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত COVID-19 পজিটিভ কেসের  নমুনা জেনম সিকোয়েন্সিং পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং INSACOG নেটওয়ার্কের মাধ্যমে বৈকল্পিকগুলিকে সক্রিয়ভাবে ট্র্যাক করার জন্য, যার ফলে দেশে প্রচারিত নতুন রূপগুলির সময়মত সনাক্তকরণ নিশ্চিত করা হয়েছে।"


আরও পড়ুন- সামনে ভয়ঙ্কর দিন ? করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী