একটি মিম। আর তা নিয়েই নেটিজেনদের উৎসাহের শেষ নেই। কেউ প্রশংসা করেছেন, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় নিন্দেই করেছেন। কিন্তু যাকে নিয়ে এই মিম, তিনি কী ভাবলেন ? রেগে গেলেন ? মিম-স্রষ্টাকে খুঁজে বের করতে পুলিশে নালিশ ঠুকলেন ? না, এমন কিছুই ঘটল না।


মিমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে। যেখানে দেখা যাচ্ছে গেরুয়া জ্যাকেট পরে স্টেজে নাচতে নাচতে উঠে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে নাচলেনও দেদার ! যে গানের সঙ্গে তাঁকে কোমর দোলাতে দেখা গেল মিমে, সেটি একটি বাংলা ছবির গান। আর অনেকেই হয়ত জানেন এই গানে মুখ্য চরিত্রে ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ও অধুনা তৃণমূল প্রার্থী দেব। 'পাগলু ডান্স'- এর প্রিল্যুডের সঙ্গে নাচতে দেখা গেল মোদির মিম-চরিত্রটিকে। 


 






এই ভিডিও দেখে প্রধানমন্ত্রী তা আবার শেয়ার করলেন তাঁর এক্স হ্যান্ডেলে । প্রতিক্রিয়ায় জানালেন, "আপনাদের সকলের মতো, আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভোটের এই মরসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দের!" সেই সঙ্গে মিমটি রিটুইট করেছেন তিনি।  যাতে দেবের পাগলু-ডান্সের সঙ্গে নাচতে দেখা গেল মোদিকে। 


মিম দেখে প্রধানমন্ত্রী চটে যেতে পারেন বলে অনেকেই ধারণা করেছিলেন। উল্টে তিনি প্রশংসাই করলেন মিমের ভাবনা চিন্তার। মিম-আর্টিস্ট কৃষ্ণা আবার এই মিমটি পোস্ট করার সময় লিখেছেন, তিনি এই মিমটি পোস্ট করছেন, কারণ তিনি জানেন এই জন্য 'দ্য ডিকটেকর' তাঁকে গ্রেফতার করবেন না। বোঝাই যাচ্ছে আর্টিস্টের এই বার্তা বিরোধীদের কটাক্ষ করে। কারণ জানা গিয়েছে, এই একইরকম একটি মিম বানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তা দেখে কিন্তু তারিফ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরং এনডিটিভি-র খবর অনুসারে, এই মিম আর্টিস্ট পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে একটি বার্তা পান। 'আপনাকে অবিলম্বে নাম এবং ঠিকানা সহ আপনার পরিচয় প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে ৷ যদিতথ্য প্রকাশ না করা হয়, তাহলে আপনার বিরুদ্ধে  আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আপনি দায়ী থাকবেন" 


এর আগে বহুবার মিম বানানোর দায়ে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হয়েছিল বিভিন্ন আর্টিস্টকে। তবে মোদি এক্ষেত্রে রাগ করার পরিবর্তে প্রশংসাই করেছন।