মুর্শিদাবাদ: আজকে অন্তত ঠান্ডা ভাব রয়েছে। সকাল থেকেই ভোট দেওয়ার ডাক দিয়েছিলাম আমরা। সেই আহ্বানে সাড়া মিলেছে। কিছু এলাকায় আশঙ্কা ছিল ঝামেলা হওয়ার। রাত থেকে তৃণমূলের ভয় দেখানো, বোমাবাজি। সেগুলো তুলনায় অনেকটাই কম হয়েছে।
তবে একেবারে ঝামেলাহীন নয় মুর্শিদাবাদের ভোট। কোথায় ঝামেলা? ওই কেন্দ্রের সিপিএম (Md Selim) প্রার্থী নাম করে বেশ কিছু এলাকায় অভিযোগ জানিয়েছেন। সেলিম বলেন, 'তেঁতুলিয়া, ডোমকল শহরের কিছু এলাকা এবং আরও একটি এলাকায় বাধা দেওয়া হয়েছে। পোলিং এজেন্ট ভয় পায়নি। বুথে ঢুকতে পেরেছে। এখন কোনও কোনও জায়গায় রাস্তায় অস্ত্র নিয়ে ভিড় করে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। এলাকার পরিচিত সমাজবিরোধীরা ওই কাজ করছে। প্রথমে পোলিং এজেন্ট কে বাধা দেওয়া হয়েছিল, সেই বাধা কাটিয়ে পোলিং এজেন্ট ঢুকেছে। এখন ভোটারদের ভয় দেখাতে চাইছে। নাম ধরে এবং এলাকা ধরে অভিযোগ করা হয়েছে।'
মুর্শিদাবাদ লোকসভা (Murshidabad Poll) কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদ বিধানসভা (Murshidabad PC)। ওই এলাকায় গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, তাদের এজেন্টকে মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় মোটরবাইক। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হিংসার অভিযোগ উঠেছে ডোমকলেও (Domkol)। সেখানে কংগ্রেস কর্মীদের বাড়িতে বোমা-গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ভোটের আগের রাত থেকে সন্ত্রাস শুরু করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকলের কুপিলা গ্রামে কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং ৩ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভয় দেখাতে এই হামলা করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। বাম-কংগ্রেস জোটের লোকজনই অশান্তি পাকাচ্ছে, পাল্টা দাবি করেছে তৃণমূল।
রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে সিপিএম এজেন্টকে 'মারধর'। কেন্দ্রীয় বাহিনীর সামনে মারধর, অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রাণভয়ে পাশের গ্রামের কলাবাগানে আশ্রয় নেন সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
আজ তৃতীয় দফা, বাংলার ৪ কেন্দ্রে ভোট:
কোন কোন কেন্দ্রে ভোট?
মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট
বুথেই ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩৩১ কোম্পানি কিউআরটি
মুর্শিদাবাদ: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১১৩ কোম্পানি কিউআরটি
মালদা: ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৪৩ কোম্পানি কিউআরটি
জঙ্গিপুর: ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৩ কোম্পানি কিউআরটি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিধায়ক থেকে সাংসদ হওয়ার দৌড়ে, মোট কত সম্পত্তি জুনের, জানালেন তৃণমূলের তারকা প্রার্থী