নয়াদিল্লি: হিন্দি ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জুহি পরমার (Juhi Parmar)। 'কুমকুম - এক পেয়ারা সা বন্ধন' (Kumkum – Ek Pyara Sa Bandhan) ধারাবাহিকের সেই চেনা কুমকুম। সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। সমালোচকদের বিচারে জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর 'কাস্টিং কাউচ' (Casting Couch) অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। জানান যে ইন্ডাস্ট্রিতে সাফল্য লাভের 'লোভ' দেখিয়ে তাঁকে বিকিনি পরে শ্যুটিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর?


'কাস্টিং কাউচ'-এর শিকার পর্দার জনপ্রিয় কুমকুমও, অভিজ্ঞতা ভাগ করে নেন জুহি পরমার


সম্প্রতি এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুহি একটি ঘটনার কথা জানান যেখানে তাঁকে একটি শ্যুটিংয়ের জন্য বিকিনি পরার প্রস্তাব দেওয়া হয়। এবং সেই সঙ্গে 'কম্প্রোমাইজ' করতে বলা হয় ইন্ডাস্ট্রিতে সফল ভবিষ্যৎ তৈরির জন্য।


হটারফ্লাইকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি জানান, এমন অভিজ্ঞতার শিকার তিনি হন ১৮ বছর হওয়ার আগেই। নিজের কর্মজীবনের একেবারে শুরুর দিকে, এক চ্যানেলের প্রতিনিধি তাঁকে একটি মিউজিক ভিডিওয় অংশ নেওয়ার প্রস্তাব দেন। যেখানে তাঁকে ক্যামেরার সামনে বিকিনি পরতে হত। সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।


এরপর অভিনেত্রী জানান যে ওই চ্যানেলের শীর্ষকর্তা তাঁকে বলেন, 'একটা শব্দ আছে যাকে বলে 'কম্প্রোমাইজ' ('সমঝোতা'), যদি তুমি এটা না করো তাহলে তোমার মনে হয় যে এখানে টিকতে পারবে বলে?' এর উত্তরে অভিনেত্রী কী বলেন তাঁকে? এই প্রস্তাবের পাল্টা জুহি তাঁকে জানান যে আপস বা সমঝোতা করার বদলে তিনি আনন্দের সঙ্গে নিজের বাড়ি ফিরে যাবেন। কারণ এগুলি তাঁর আদর্শের বিরুদ্ধে।


তবে এখানেই শেষ নয়। ওই চ্যানেলের শীর্ষকর্তাকে আরও মোক্ষম জবাব এর বছর ২ পর দেন অভিনেত্রী। তিনি জানান, ২ বছর পর যখন তিনি 'শাহীন' ও 'চুড়িয়াঁ'য় কাজ করছিলেন তখন তিনি একটি 'সেকেন্ড হ্যান্ড' মারুতি ৮০০ গাড়ি কেনেন। একদিন গাড়ি চালানোর সময় ওই ব্যক্তিকে দেখতে পান তিনি। অভিনেত্রী নিজেই তাঁকে বলেন, 'স্যার, আমাকে আপসও করতে হয়নি, আর খুব ভালভাবে কাজও করছি, আর এই গাড়িটাও নিজের টাকায় কেনা।' জুহির কথায় ফের ওই ব্যক্তির মুখোমুখি হয়ে এই জবাব দিতে পারাটা তাঁর জন্য অত্যন্ত বলদায়ক ছিল। 


আরও পড়ুন: Cannes Film Festival: মায়ের স্কার্ফ জড়িয়ে 'কান'-এ প্রতীক বব্বর, প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের 'মন্থন' ছবির প্রদর্শনীতে ছেলে


১৯৯৮ সালের হিন্দি ধারাবাহিক 'উও'-এ সমিধার চরিত্রে অভিনয়ের মাধ্যমে ডেবিউ করেন। এরপর তিনি একে একে 'চুড়িয়াঁ', 'শাহীন', 'ইয়ে জীবন হ্যায়' এবং 'রিশতে'র প্রথম সিজনে কাজ করেন। যদিও তিনি আসল খ্যাতি লাভ করেন ২০০২ সালের 'কুমকুম - এক পেয়ারা সা বন্ধন' ধারাবাহিকের হুসেন কুয়াজেরওয়ালার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। 'বিগ বস' সিজন ৫-এও অংশ নেন তিনি। তাঁকে সম্প্রতি সমীর সাক্সেনার 'ইয়ে মেরি ফ্যামিলি' টিভি সিরিজে দেখা গিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।