সিঙ্গুর : বিধানসভা ভোটের আগে ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী। গতকালই মালদার সভা থেকে লাগাতার বাক্যবাণে বিদ্ধ করেছেন রাজ্যের তৃণমূল সরকারকে। আর আজ , রবিবার প্রধানমন্ত্রী জনসভা করবেন হুগলির সিঙ্গুরে। সেই সিঙ্গুর, যেখানে কথা ছিল শিল্প হবে, চাকরি হবে, অনুসারী শিল্প হবে। যে সিঙ্গুরে জমিহারা কৃষকদের আন্দোলন ও রাজনৈতিক বিরোধিতা বাধ্য করেছিল টাটাকে পশ্চিমবঙ্গ ছাড়তে। তার ১৮ বছর পর ১৮ই জানুয়ারি সিঙ্গুরে আসছেন নরেন্দ্র মোদি। দুপুরে সভা করবেন তিনি।
সূত্রের খবর, দুপুর ২.১০ এ কলকাতা বিমানবন্দরে নামবেন মোদি। দুপুর ২.৩৫ এ পৌঁছবেন সিঙ্গুর হেলিপ্যা়ডে। দুপুর ২.৪৫ এ সিঙ্গুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। সিঙ্গুরে এসে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন মোদি। এরপর দুপুর ৩.৩০ এ, প্রকল্পের সূচনা ও শিলান্যাসের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪.৪৫ এ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি।
সিঙ্গুরে আসার আগেই প্রধানমন্ত্রী সিঙ্গুরের মানুষকে দিলেন উন্নয়ন বার্তা। লিখলেন, 'কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রাকে গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে । সিঙ্গুর থেকে অনেক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহণ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন । রোড ওভারব্রিজ সহ বর্ধিত পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেললাইনের উদ্বোধন । অমৃত ভারত ট্রেন সহ বিভিন্ন ট্রেনের যাত্রার সূচনা' সিঙ্গুরে আসার আগে পোস্ট করেন প্রধানমন্ত্রী।
বুধবার সভাস্থল খতিয়ে দেখতে সিঙ্গুরে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি ঘুরে প্রায় ২০০ কৃষকের হাতে প্রধামন্ত্রীর সভার আমন্ত্রণ পত্র তুলে দেন তিনি। আজ মোদির সভায় দর্শক আসনের সামনের সারিতে ওই কৃষকরা থাকবেন বলে জানান সুকান্ত মজুমদার।