কলকাতা: বঙ্গজয়ের হুঙ্কারের পর এবার রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'SIR-এ আপস নয়, লড়াই করে জিততে হবে বাংলা', দিল্লিতে বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর। 

Continues below advertisement

বাংলার বিজেপি সাংসদদের নরেন্দ্র মোদি বলেন, 'কঠিন পরিশ্রম করে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে জয় সুনিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিজেপি লড়াই জারি রাখতে হবে।' বৈঠকে বিজেপি সাংসদদের উদ্দেশে তিনি বলেন, 'SIR শুদ্ধিকরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া থামবে না, শেষ হবেই। কেন্দ্রীয় প্রকল্পে লাভবানদের সঙ্গে লাগাতার সম্পর্কে থাকুন। সোশাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে'। 

এদিকে এসআইআর, ওয়াকফ আইন, বিধানসভা ভোট, এ সব নিয়েই এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'জোর করে দখল করতে গেলে জরুরি অবস্থার পরিস্থিতি হবে', মানুষ আপনাদের ক্ষমা করবে না, কেন্দ্রকে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে আরও বেশি করে কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে প্রচার চালাতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সূত্রের খবর, আজ দিল্লিতে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। অন্যদিকে, মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এদিনই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

অন্যদিকে, অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। এদিকে, এদিন গাজলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হবে তাই চালাকি করে ৩ মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার। যাতে হয় নির্বাচন বন্ধ করে দাও SIR না মানলে, সরকার ফেলে দাও, তা না হলে SIR করে দাও।'                                            

ভোটের দিন ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর ৭টি জনসভা চায় পশ্চিমবঙ্গ বিজেপি। ডিসেম্বরেই রানাঘাটে প্রধানমন্ত্রীকে আনতে চায় পশ্চিমবঙ্গ BJP, এমনটাই খবর সূত্রের। রানাঘাটে সভা নিয়ে সম্ভাব্য দিন জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী, খবর সূত্রের। বাংলা নিয়ে নিয়মিত রিভিউ-মিটিং করবেন নরেন্দ্র মোদি-অমিত শাহ, খবর বিজেপি সূত্রের।