বারাণসী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) এই নিয়ে তৃতীয়বার বারাণসী ( Varanasi )  থেকে লড়ছেন লোকসভা নির্বাচনে ( Loksabha Election 2024 )। বারাণসী আসন থেকে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য তিনি বেছে নিলেন ১৪ মে দিনটি। এর পিছনে কারণটি কী ? সূত্রের খবর মঙ্গলবার একটি অত্যন্ত শুভ মুহূর্ত ছিল। পণ্ডিতদের পরামর্শ নিয়েই এই ক্ষণটি বেছে নিয়েছিলেন মোদি। 


 দশাশ্বমেধ ঘাটে এদিন তিনি গঙ্গা স্নান এবং গঙ্গা পুজো করেন। হিন্দু কিংবদন্তী অনুসারে, ব্রহ্মা এই ঘাটেই ১০ টি অশ্বমেঘ যজ্ঞ করেছিলেন। সেই থেকেই দশাশ্বমেধ ঘাট। সকালে তিনি বারাণসীর কাল ভৈরব মন্দিরে প্রার্থনা করেন। কারণ প্রতিবারই তিনি এই নিয়ম মেনে এসেছেন। কালভৈরবকে বলা হয় বারাণসীর দ্বাররক্ষী। তাঁর অনুমতি ছাড়া বারাণসীতে প্রবেশ করা যায় না। এর পরে   আবার একটি রোড শো করে  প্ররধানমন্ত্রী মোদি সকাল ১১.৪০ এ তাঁর মনোনয়ন জমা করেন।  






১৪ মে এই নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্তের পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, তিনি ১৪ মে  গঙ্গা সপ্তমী । হিন্দু ধর্মে একটি একটি অতি পবিত্র দিন। ১৪ মে গঙ্গা সপ্তমী এবং পুষ্য নক্ষত্রের মিলনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হচ্ছে। অনেকেই বিশ্বাস করেন, এই দিনে করা যে কোনও কাজ সফল হয়। তাই এই দিনটিকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। 


মোদি তাঁর মনোনয়ন দাখিলের জন্য শুভ সময় হিসেবে সকাল ১১:৪০ বেছে নিয়েছিলেন কারণ এই সময় তৈরি হয়েছিল অভিজিৎ মুহূর্ত , সেই সঙ্গে আনন্দ যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অভিজিৎ মুহূর্ত হল দিনের অষ্টম মুহূর্ত,যা সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে ঘটে। 


১৩ মে সকাল ১১:২৩ এ, পুষ্য নক্ষত্র শুরু হয়েছিল। ১৪ মে দুপুর ১ টা ৫ পর্যন্ত ছিল এই তিথি। তারপর শুরু হয় অশ্লেষা নক্ষত্র । পুষ্য নক্ষত্রকে হিন্দু জ্যোতিষশাস্ত্রে একটি শুভ সময় বলে মনে করা হয।  ১৪ মে গঙ্গা সপ্তমী। এ দিন দেবী গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিলেন । এই তিথি গঙ্গা জয়ন্তী নামেও পরিচিত।  


আরও পড়ুন :


সময়ের আগেই আসছে বর্ষা, দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর