সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পয়লা জুন বারাসাতে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। ঠিক তার আগেই আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ হাবড়া থানা এলাকা (ISF TMC Inner Clash)। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে দুই জন। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। 


তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হাবড়া থানা এলাকা


ভোটের আগে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হাবড়া থানার  রাউতারা গ্রাম পঞ্চায়েতের  মালিকগ্রাম এলাকা। অভিযোগ রাত সাড়ে ১০ টা নাগাদ দুই তৃণমূল কর্মী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আইএসএফ-র কর্মীরা তাঁদের উপর ধারলো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়েছে। ঘটনায় আনসার আলি মণ্ডল ও মতিআর রহমান নামে দুই তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। দুজনকে রাতেই বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন।


ঠিক কী হয়েছিল ? অভিযোগ কী ?


রাতেই তৃণমূলের পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ  দুজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে। যদিও এই ঘটনায় আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের পতাকা খুলে ফেলে দিচ্ছিল। তার প্রতিবাদ করায় আইএসএফ কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং সেই প্রতিরোধ করতে গিয়ে প্রথমে  দু পক্ষের মধ্যে বচসা বাধে এবং বচসা থেকে পরে রক্তারক্তি কাণ্ড হয়। দু পক্ষেরই তিনজন আহত হয়েছে এমনটাই অভিযোগ আইএসএফ প্রার্থীর তাপস বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন, টাকা দিয়ে পাওয়া চাকরি বেশিদিন বাঁচবে না, TMC নেতাদের কলার ধরে আদায় করুন : সুকান্ত


তৃণমূল কর্মী-সমর্থকদের উপর আচমকাই হামলা


পাশাপশি অশোকনগরের বিধায়ক তথা তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী দাবি করেন, তৃণমূল কর্মী-সমর্থকদের উপর আচমকাই হামলা চালায় আইএসএফ কর্মী সমর্থকরা এবং সেখানেই দুজন তৃণমূল কর্মী আহত হয়ে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিরোধীরা শাসকদলকে আক্রমণ করার চেষ্টা করছে বলা দাবি করলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত হল বারাসাত লোকসভা কেন্দ্রের হাবরা এলাকা। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ প্রশাসন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।