কলকাতা: যতবারই তিনি কলকাতায় আসেন, ততবার কখনও বেলুড় মঠ, কখনও সিমলা স্ট্রিটে স্বামীজির (Swami Vivekananda) বাড়ি, কখনও বা বাগবাজারে মায়ের বাড়ি যান। রামকৃষ্ণ মঠ (Ramakrishna Math) ও মিশনের অধ্যক্ষের অসুস্থতার খবরে ছুটে এসেছেন হাসপাতালে। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'র সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন কীভাবে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। এবার লোকসভা ভোটের সপ্তম দফার আগে এবিপি আনন্দে (ABP Ananda) এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কথা বললেন নিজের বাসভবনে। মুখোমুখি এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (Suman De)। সেই সাক্ষাৎকারেও উঠে এল রামকৃষ্ণ মিশন ও রাজ্য রাজনীতিতে সাধুসন্ত প্রসঙ্গ।    


প্রশ্ন: রামকৃষ্ণ মিশনের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। এর আগে একাধিক সময়ের সাক্ষাৎকারে আপনি বলেছেন কীভাবে স্বামী আত্মস্থানন্দজির চিন্তাভাবনা আপনাকে চুম্বকের মতো বাংলায় টানত আপনাকে?


নরেন্দ্র মোদি: আমার জীবনে বাংলার একটা বড় ভূমিকা রয়েছে। আমি যখন ঘর ছেড়ে বেরিয়ে আসি তখন আমার মাথায় আর কিছু ছিল না। শুধু স্বামী বিবেকানন্দজি আর রামকৃষ্ণ মিশন ছিল। প্রথম আত্মস্থানন্দজিকে দেখি। তখন আমার অল্প বয়স। আমি অনেকসিন রামকৃষ্ণ মিশনে ছিলাম বেশ কিছু দিন। উনি পরবর্তীতেও আমাকে গাইড করেছিলেন। আমার নতুন দুনিয়ার শুরু করেছিলেন উনি। আমি মুখ্যমন্ত্রী হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি এসব স্বামী আত্মস্থানন্দজির কাছে কোনও বিষয়ই ছিল না। আমি ছিলাম ওঁর কাছে শুধু- নরেন্দ্র। আমি তুই করেই বলতেন। 


প্রশ্ন: রাজনীতিতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং ইসকনের মতো নাম উঠে আসছে 


নরেন্দ্র মোদি: কিন্তু এখন যা হচ্ছে তা ঠিক নয়। আমার সভায় কোনও সন্ন্যাসী এসেছেন তা নিয়ে কথা হচ্ছে। মমতাজির সভা বা পথসভায় কি কখনই কোনও সন্ন্যাসী যাননি? সকলেই তো নাগরিক। সকলেরই তো এগিয়ে আসা উচিত। সবার মতামতই তো নেওয়া উচিত।'  


প্রশ্ন: গুজরাতে আপনার ঘরে স্বামী বিবেকানন্দের ছবি, মূর্তি রয়েছে। প্রধানমন্ত্রীর ভাবনাতেও কী স্বামীজির দর্শন প্রভাবিত করে? 


নরেন্দ্র মোদি: শিকাগোতে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত ভাষণের ১০০ বছর হয়ে গিয়েছে। সেখানে আমি একটা ছোট্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। আমি যখন রাষ্ট্রপতি ওবামার সঙ্গে দেখা করি, তখন উনি আমাকে স্বামীজির সেই ভাষণের একটা বই দেন। ১৮৯৩'র সেই কনফারেন্সের বইটি খুঁজে রেখে দেন। সেখানে স্বামী বিবেকানন্দের ভাষণের জায়গাটি মার্ক করে আমায় দিয়েছিলেন। আমি যখন জার্মানি গিয়েছিলাম তখন জার্মান চ্যান্সেলর আমাকে রামকৃষ্ণদেবের একটি অরিজিনাল পুরোনো বই দিয়েছিলেন। এর অর্থ যদি মনে আপনার সেই জিনিসটি থাকে তাহলে সারা বিশ্বজুড়েই আপনি সেগুলোই খুঁজে পাবেন।    




প্রসঙ্গ রামকৃষ্ণ মিশন- 'বাংলায় আসলে মা-হীন মনে হয়'  


২০১৯ সালের ১৫ মে-এ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, 'আমাকে এখানে আসার জন্য একটি চুম্বকীয় শক্তি টানে। আমি সবসময়ই এটি অনুভব করি। আত্মস্থানন্দজির দেহাবসানের পর সেই কিছুটা হয়তো কম অনুভব করি। খুব খালি খালি লাগে। ঘরে গেলে যদি মা কে না দেখি, মা না থাকে, তখন যেমনটা মনে হয়, বাংলায় আসি, আত্মস্থানন্দজি নেই, সেই একই অনুভব হয়। সেই খালি অনুভব আজও লাগে।' 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে