কলকাতা: ভোটপ্রচারে (Lok Sabha Election) ফের বাংলায় (West Bengal) নরেন্দ্র মোদি (Narendra Modi)। সপ্তম তথা শেষ দফা ভোটের আগে মঙ্গলবার পর পর সভা এবং উত্তর কলকাতায় (North Kolkata) রোড শো করেন মোদি। তবে সভা শেষে রোড শো-এর আগে যান বাগবাজারে মায়ের বাড়িতে।  


বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে প্রথমে সারদা মায়ের ছবির সামনে বসে ধ্যান করেন এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে আরতিও করেন তিনি। মায়ের কাছে শ্রদ্ধা নিবেদনের পর রোড শো শুরু করেন মোদি।  


এদিন মায়ের বাড়িতে গিয়ে প্রথমে সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর সারদা মায়ের ঘরে ঢুকে পুষ্পাঞ্জলি দেন। রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দকেও পুষ্পাঞ্জলি অর্পণ করেন। প্রণাম সেরে ধ্যানেও বসেন। এরপর মন্ত্রপাঠও করেন।


এরপর তাপস রায়ের সমর্থনে কলকাতায় মোদির রোড শো শুরু হয়। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত নরেন্দ্র মোদির রোড শো করেন। এদিন সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতেও যান মোদি।