শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় , সমীরণ পাল, বারাসাত : ' মা বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে ' - বারাসাতের মঞ্চ থেকে সন্দেশখালির ( Sandeshkhali ) মেয়েদের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। অশান্তির সন্দেশখালিতে ছুটে গিয়েছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বারবার সন্দেশখালির মেয়েদের কাছে পৌঁছতে চেয়েছে বিজেপি নেত্রীবৃন্দ। এবার সন্দেশখালির মেয়েদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী। হাত জোড় করে করলেন প্রণাম। বললেন, আপনারাই তো মা দুর্গা।  


কৃষ্ণনগরের সভাতেও সন্দেশখালির মহিলাদের দুর্গা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। এবার সামনাসামনিই সন্দেশখালির মেয়েদের মা দুর্গা বললেন তিনি। বিশ্ব নারী দিবসের প্রাক্কালে মোদির সভায় সেই কয়েকজন মহিলা ত্রিশূল নিয়ে বারাসাতে মোদির সভায় হাজির হন।  মাসদুয়েক ধরেই অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে সেখানে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে বুধবার  বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যাওয়ার উদ্য়োগ নেয় বিজেপি। সন্দেশখালি থেকে নৌকায় চড়ে ধামাখালি পৌঁছন মহিলারা। এরপর বাসে চড়ে বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় যান তাঁরা। সেখানে গিয়ে বিজেপির উদ্যোগে সাক্ষাৎও হয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে।  


অনেকেই এগিয়ে যান প্রধানমন্ত্রীকে নমস্কার করার জন্য। কিন্তু তিনি বলেন, ' আমারই উচিত আপনাদের নমস্কার করা। আপনারাই তো মা দুর্গা '। সন্দেশখালির মহিলাদের প্রতিনিধিরাই জানালেন, তাঁরা সব অভিযোগ খুলে বলেছেন প্রধানমন্ত্রীকে। তিনিও শুনেছেন সব কথা। সন্দেশখালির মহিলারা জানিয়েছেন, এখনও সেখানে অশান্তির পরিবেশ অব্যাহত। এখনও আতঙ্কে মানুষ। সন্দেশ খালির এক মহিলা এবিপি আনন্দকে জানালেন,  'আমরা বলেছি স্যর, আমাদের রাজ্য পুলিশের ওপর কোনও আস্থা নেই। উনি বলেছেন, আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেব।' 


প্রধানমন্ত্রীর সঙ্গে বসে, সন্দেশখালির মহিলাদের কথা নোটও রাখেন একজন। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। অভয় দেন তাঁদের। বুধবার বারাসাতের সভায় আগাগোড়া নারীশক্তির জয়গান করেন প্রধানমন্ত্রী। বারবার তাঁর মুখে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। তিনি বলেন, ' নারীশক্তির উপর অত্যাচার ঘোর পাপ, সন্দেশখালিতে যা হয়েছে, মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে' । দুয়ারে লোকসভা ভোট, তার আগে নারী-নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে, তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে লড়াইয়ের দিক নির্দেশ করে দিলেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন :