কলকাতা: শুক্রবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধনের পাশাপাশি প্রশাসনিক, রাজনৈতিক সভাও করেন মোদি। দমদম সেন্ট্রাল জেলের মাঠ থেকে তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যে 'আসল পরিবর্তনের' ডাক দিলেন নরেন্দ্র মোদি। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা' থেকে একাধিক বাণে তৃণমূলকে নিশানা মোদির। 

বাংলার উন্নয়নে টাকা দিচ্ছে না কেন্দ্র- এই মর্মে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বস্তরের নেতানেত্রীরা। এদিন সেই ইস্যুতে কড়া বার্তা নরেন্দ্র মোদির। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ জনসংখ্যার হিসেবে সবচেয়ে বড় রাজ্যগুলির একটি। পশ্চিমবঙ্গের সামর্থ্য না বাড়লে বিকশিত ভারতের যাত্রা সফল হবে না। বিজেপি মনে করে, বাংলার উদয়, তবেই বিকশিত ভারতের জয়। এই জন্য গত ১১ বছরে পশ্চিমবঙ্গের জন্য সব রকম সহযোগিতা করেছে। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ইউপিএ জমানার ৩ গুণ টাকা দিয়েছে। রেলের জন্যও বাংলার বাজেট আগের চেয়ে ৩ গুণ বাড়ানো হয়েছে'। 

এরপরই মোদির ভাষণে উঠে আসে, 'বাংলায় উন্নয়নের সামনে একটা প্রতিবন্ধকতাও আছে। যে টাকা আমরা উন্নয়নের জন্য পাঠাই, তার অধিকাংশই লুটে নেওয়া হয়। দিল্লির পাঠানো টাকা আপনাদের জন্য খরচ হয় না। দিল্লির পাঠানো টাকা তৃণমূল ক্যাডারদের জন্য খরচ হয়। এই জন্য গরিব কল্যাণ যোজনায় পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের চেয়ে পিছিয়ে। কয়েক বছর আগে অসম, ত্রিপুরারও একই অবস্থা ছিল।' এরপর পরিবর্তনের ডাক তুলে নরেন্দ্র মোদি বলেন,  'কিন্তু যখন থেকে বিজেপি সরকার হয়েছে, গরিব কল্যাণের লাভ মিলছে সেখানে। অসম ত্রিপুরায় ঘর ঘর জল, আবাসের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। বাংলাতেও এই সুবিধা পেতে হলে বিজেপি সরকার চাই এখানেও। টিএমসি যাবে, বিজেপি আসবে, এটা তৈরি হয়ে গিয়েছে। এই পশ্চিমবঙ্গ সময়ে সময়ে নতুন চেতনা দিয়েছে, পুনর্জাগরণের কেন্দ্র হয়ে উঠেছে' । 

নরেন্দ্র মোদি বলেন, 'বাংলায় সত্যিকারের পরিবর্তন প্রয়োজন, নতুন আলোর প্রয়োজন। প্রথমে কংগ্রেস, বামেদের সরকার ছিল বাংলায়। এরপর ১৫ বছর আগে পরিবর্তন হয়েছিল, মা-মাটি-মানুষে ভরসা করেছিলেন মানুষ। কিন্তু আগের থেকে অবস্থা আরও খারাপ হয়েছে। ভর্তি দুর্নীতি, মা-বোনেদের অত্যাচার বেড়েছে, অপরাধ তৃণমূল সরকারের মুখ। যতদিন বাংলায় তৃণমূল সরকার থাকবে, ততদিন বাংলার উন্নয়ন বন্ধ হয়ে থাকবে। এখন বাংলার সবাই বলছে টিএমসি যাবে, তখনই আসল বদল আসবে। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। পরিবর্তন শুধু স্লোগানে নয়, কাজেও দেখাতে হবে। সেই পরিবর্তন যাতে মানুষ চাকরি পায়, মা-বোনেদের ওপর অত্যাচার বন্ধ হয়, কৃষকরা ফসলের দাম পায়। অপরাধ-দুর্নীতি হলে জেলে থাকতে হবে, এমন পরিবর্তন চাই। এই পরিবর্তন বিজেপিই নিয়ে আসতে পারে। বাঁচতে চাই, বিজেপি চাই'...বাংলায় বললেন নরেন্দ্র মোদি।