নয়াদিল্লি: আর দিনকয়েকে অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে মহিলাদের বিশ্বের সেরা হওয়ার ২২ গজের লড়াই। ৩০ সেপ্টেম্বর থেকে এদেশ ও শ্রীলঙ্কায় বসবে বিশ্বকাপের আসর (Women's ODI World Cup 2025)। সেই টুর্নামেন্টের মাসখানেক আগেই বিরাট বদল। একেবারে মাঠ ও ভারতীয় দলের সূচিই বদলে গেল।
আজই সরকারিভাবে বিশ্বকাপে ভারতের ম্যাচের ভেন্যু বদলের কথা ঘোষণা করা হয়েছে। আইসিসির তরফে এই বদলের কারণ অবশ্য় অযাচিতই বলা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষে জানানো হয় বেঙ্গালরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হবে। নবি মুম্বইয়ে পাঁচটি ম্যাচ পর্যন্ত আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইসিসি প্রধান জয় শাহ এই ভেন্যু বদল সম্পর্কে এক বিবৃতিতে বলেন, 'অযাচিত কারণে আমরা একপ্রকার বাধ্য হয়েই সূচিতে বদল ঘটাই এবং ভেন্যুতেও বদল হয়। তবে এখন পাঁচটি বিশ্বমানের স্টেডিয়াম আমাদের সামনে রয়েছে যেখানে মহিলা ক্রিকেটের সেরা ম্যাচগুলি দেখা যাবে। মঞ্চ প্রস্তুত এবং আমি নিশ্চিত এই টুর্নামেন্টের সাফল্য এক নতুন প্রজন্মের সমর্থকদের জন্ম দেবে।'
ঠিক কী কারণে চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরল ম্যাচ? কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও মনে করা হচ্ছে এটা আইপিএল জয়ের পরবর্তী ঘটনার প্রভাব। বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেই এই মাঠে বড় অনুষ্ঠান অয়োজনে ব্যর্থ বলে জানানো হয়েছিল। সেই কারণেই বিশ্বকাপের ম্যাচগুলি নবি মুম্বইয়ে সরিয়ে আনা হয়। ডি ওয়াই পাতিল স্টেডিয়াম ছাড়াও, কলম্বো, গুয়াহাটি, ইনদওর, বিশাখাত্তনম, এই চার মাঠে বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে। নবি মুম্বইয়ে এক সেমিফাইনাল এবং টুর্নামেন্ট ফাইনালও আয়োজিত হতে পারে।
ভারতীয় দল ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এই বিশ্বকাপের জন্য কিন্তু গত মঙ্গলবারই নির্বাচকরা ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছে। দুভার্গ্যবশত সেই দলে তরুণ শেফালি বর্মার কোনও জায়গা হয়নি। তাঁর বদলে প্রতিকা রাওয়ালের ওপরেই ওপেনার হিসাবে আস্থা রাখা হয়েছে।