কলকাতা: কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা ফুটবল দল। শনিবার চেতলা অগ্রণী ক্লাবের তরফে বাংলা ফুটবল দলকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন বাংলা ফুটবল দলের কোচ সঞ্জয় সেন। সরকারি চাকরি ও সম্বর্ধনা পেয়ে উচ্ছ্বসিত বাংলা ফুটবল দলের প্লেয়াররা। এর আগেই রাজ্য সরকারের তরফে চাকরি দেওয়ার কথা জানানো হয়েছিল।
এদিন সংবর্ধনা পাওয়ার পর বাংলার দলের জয়ের অন্য়তম কারিগর রবি হাঁসদা বলেন, ''জীবনে প্রথমবার এত সম্মান পাচ্ছি। সত্যিই দারুণ অনুভূতি এটা আমার কাছে। এর জন্যই আমরা চেয়েছিলাম বাংলা দলকে চ্যাম্পিয়ন করতে। মুখ্য়মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের সবার চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন উনি। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা।''
এদিকে কোচ হিসেবে আইএসএলের পর সন্তোষ ট্রফিও জিতলেন সঞ্জয় সেন। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ''অনির্বাণবাবু যখন আমার কাছে এসেছিলেন, আমি ওঁনাকে বলেছিলাম যে যদি ট্রফি জিততে চান। তবে বাংলা দলের কোচ হিসেবে সঞ্জয় সেনকে নিন। ওঁর লাক দারুণ। এমন অনেক কোচেরই নেই। আমি জানতাম কাপ ঘরে আসবে। আমার অনুরোধ রেখেছেন অনির্বাণবাবু, তার জন্য ওঁনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঞ্জয়কে কোচ হিসেবে নিয়েছে, তাই বাংলার আজ এই গর্ব। বাংলার গরীব ছেলেগুলো যাঁরা বিভিন্ন জেলা থেকে এসেছে।''
৬ বছর বাদে সন্তোষ চ্যাম্পিয়ন সঞ্জয় সেন ব্রিগেড। এনিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা। বাংলার এই জয় নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়, শুভেচ্ছা জানিয়ে বার্তা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরও।
ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, "দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর, মর্যাদাপূর্ণ সন্তোষ ট্রফি পুনরুদ্ধার করে জয়ের ধ্বনিতে ২০২৫ সাল শুরু করল বাংলার ফুটবল দল। এনিয়ে রেকর্ড ৩৩ বার জিতল বাংলা। রবি হাঁসদার আসামান্য গোলে দুরন্ত এই জয় পাওয়া গেছে। ১৩ গোল করে সোনার বুটও জিতে নিয়েছেন রবি হাঁসদা। কোচ সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মান্ডি, গোটা বাংলা দল, দলের ম্যানেজমেন্ট, কোচিং ও ট্রেনিং স্টাফদের ঐতিহাসিক এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসাবে জ্বলজ্বল করছে বাংলা। আগামী দিনে আরও অনেক সাফল্য অপেক্ষা করছে।"