হিন্দোল দে, কলকাতা: মুকুন্দপুরের (Mukundapur) অর্জুন পার্কে মদের আসরে বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের (Murder) চেষ্টার অভিযোগ। ১০০ টাকা ধার শোধ করা নিয়ে বিবাদের জেরে হামলা বলে পুলিশের (Police) অনুমান। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত এখনও অধরা। 


ধারের টাকা ফেরত চাওয়াতেই শেষ হলে গেল বন্ধুত্ব। মাত্র ১০০ টাকার জন্য বাধল রক্তারক্তি কাণ্ড। বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। শনিবার বিকেলে মুকুন্দপুরের অর্জুন পার্কের ভেড়ি লাগোয়া এলাকায় ঘটেছে এই ঘটনা। 


পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে, বন্ধু বাপিকে ১০০ টাকা ধার দেন সাধন ব্যাপারী নামে এক রঙের মিস্ত্রি। শনিবার মদের আসরে বন্ধুর থেকে সেই টাকা ফেরত চান মুকুন্দপুরের বাসিন্দা সাধন। এরপরই শুরু হয় কাটাকাটি।                                


আরও পড়ুন, ভোটের পর থেকেই বেপাত্তা কাউন্সিলর! তৃণমূল নেতার নামে 'সন্ধান চাই' পোস্টার


সূত্রের খবর, কথা কাটাকাটি চলাকালীন আচমকা সাধনের ওপর ছুরি নিয়ে চড়াও হন মদের আসরে থাকা আর এক বন্ধু সঞ্জীব চট্টোপাধ্যায়। সাধনের গলা ও পেটে এলোপাথাড়িভাবে ছুরির কোপ বসানো হয় বলে অভিযোগ। সূত্রের খবর, রক্তাক্ত অবস্থাতেই রিকশয় চড়ে পূর্ব যাদবপুর থানায় গিয়ে অভিযোগ জানান আক্রান্ত ব্যক্তি।                                                                                         


কিন্তু ঘটনাস্থল তাদের এলাকায় হওয়ায় তদন্ত শুরু করে নরেন্দ্রপুর থানা। কয়েক ঘণ্টার মধ্যেই মুকুন্দপুর এলাকা থেকেই মূল অভিযুক্ত সঞ্জীব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এখনও অধরা আরেক অভিযুক্ত। মুকুন্দপুরের অর্জুন পার্কে মদের আসরে খুনের চেষ্টায় যদিও দুষ্কৃতী-দৌরাত্ম্যের অভিযোগ স্থানীয়দের। এক বাসিন্দা বলেন, 'এখানে দিনরাত অসামাজিক কাজ চলে। পুলিশ কোনও পদক্ষেপ নেয় না।' 



তবে, মাত্র ১০০ টাকা নিয়ে বিবাদ, নাকি পুরনো কোনও আক্রোশ? খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানা। আক্রান্ত ব্যক্তি ভর্তি রয়েছেন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে।