কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) চায়না কুমারীর দেখা নেই। বর্ধমান (Burdwan) পুরসভার রসিকপুরে সন্ধান চাই লিখে কাউন্সিলরের নামে পোস্টার পড়ল। দলকে কলুষিত করতে বিরোধীরাই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ বিজেপির (BJP)।   


শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রা পাল, কাঞ্চন মল্লিকের পর এবার তৃণমূল কাউন্সিলর চায়না কুমারীর নামে পোস্টার। ভোটের পর থেকেই নাকি খোঁজ মিলছে না বর্ধমান পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। তাঁর সন্ধান চেয়ে পোস্টারে ছয়লাপ রসিকপুর এলাকা। স্থানীয়দের অভিযোগ, রসিকপুরের একাধিক রাস্তা খানাখন্দে ভরা.. চলাচলের অযোগ্য। এলাকার নিকাশি ব্যবস্থাও বেহাল। বার বার আবেদন করা সত্ত্বেও মেরামত করছে না প্রশাসন। পুর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোটের পর থেকেই বেপাত্তা কাউন্সিলর চায়না কুমারী।                                                        


রসিকপুরের বাসিন্দা আর্জিনা বেগম বলেন, "ভোটের সময় এলাকায় কাউন্সিলরকে দেখা গিয়েছিলো তারপর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। এলাকার রাস্তাঘাট চলাচলের অযোগ্য,ড্রেন পরিস্কার হয় না,আলো জ্বলে না।"                                               


আরও পড়ুন, জগদ্ধাত্রী পুজোয় বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা, সারা রাত পরিষেবা পাবেন যাত্রীরা


যদিও কাউন্সিররের দাবি, তিনি এলাকাতেই আছেন, পরিষেবা দিচ্ছেন। কে বা কারা পোস্টার সাঁটিয়েছে খোঁজ নিয়ে দেখব। বর্ধমানের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ আসিফ আনোয়ার বলেন, "এটা বিরোধীদের কাজ।তৃণমূলকে কলুষিত করার জন্য এটা করা হয়েছে।"                                        


বর্ধমান জেলা কমিটির বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। এর সাথে বিজেপি যুক্ত নয়। মানুষ পৌর পরিষেবা নিয়ে বীতশ্রদ্ধ।" এদিকে, পঞ্চায়েত ভোটের আগে একের পর এক জনপ্রতিনিধির নামে নিখোঁজ পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে।