রঞ্জিত সাউ, নরেন্দ্রপুর : শুক্রবার নারী দিবস। সারা দুনিয়া যখন নারীদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তার ঠিক আগেই কলকাতা থেক ঢিল ছোড়া দূরত্বে নরেন্দ্রপুরে ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। স্নানরত গৃহবধূকে লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ধরা পড়ার পর লজ্জিত হওয়া তো দূরের কথা, উল্টে গলা তুলে অন্যান্য মহিলাদের উপর চড়াও হয় অভিযুক্ত । 

' প্রতিবাদী  গৃহবধূদের  উপরই হামলা'


নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। স্নানঘরে স্নান করছিলেন এক গৃহবধূ। অভিযোগ, সেই  দৃশ্য গোপনে দেখছিলেন স্থানীয় এক যুবক। পাড়ার বউদের হাতেই  ধরা পড়ে যায় প্রতিবেশী যুবক। সঙ্গে সঙ্গে রেগেমেগে চিৎকার শুরু করেন মহিলারা। এই ঘটনায় লজ্জিত হওয়া বা ক্ষমা চাওয়া তো দূরের কথা, অভিযোগ, ওই যুবক প্রতিবাদী  গৃহবধূদের  উপরই হামলা চালায় । 


মহিলাদের  প্রতিবাদ


এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবকটিকে ঘিরে ধরে কয়েকজন মহিলারা  প্রতিবাদ করতে থাকেন। তখন তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফেটে যায় প্রতিবাদী এক মহিলার। এলাকার মহিলাদের অভিযোগ, অভিযুক্ত যুবকের নাম সুরজিত মণ্ডল। এলাকায় লোকে টিঙ্কু বলেই চেনে। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করে, আর তক্কে তক্কে থাকে কার বাথরুমে উঁকি দেওয়া যায়। 


আগেও বিভিন্ন বাড়ির বাথরুমে উঁকি মেরেছে বলে অভিযোগ স্থানীয়দের। কেউ স্নান করলে উঁচু জায়গায় উঠে তার দেখার অভ্যেস। বারবার এই রকম স্বভাবের প্রতিবাদ করা হলেও, টিঙ্কু ওরফে সুরজিতের হুঁশ ফেরেনি। অভিযোগ, এদিন একযোগে বহু মহিলা প্রতিবাদ করলে কাঠ দিয়ে মেরে এক মহিলার মাথা ফাটিয়ে দেয় টিঙ্কু। 


মা-বাবার সমর্থন ছেলেকেই ?                                 


আক্রান্ত মহিলারা এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি। আক্রান্ত মহিলাদের অভিযোগ, টিঙ্কুর এই দুষ্কর্ম সম্পর্কে পরিবারের লোকজনকে জানালে, তার বাবা ও মা উলটে ছেলেকেই সমর্থন করত। ফলে তার সাহস আরও বেড়ে যায়। 


তবে আর এই দুষ্কর্ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন মহিলারা। 


আরও পড়ুন :