সুদীপ্ত আচার্য, কলকাতা: ফের পথে মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। গুরুতর জখম হল এক ছাত্রী (Student Injured)। টিউশন থেকে ফেরার পথে পণ্যবাহী ভ্যান ধাক্কা মারে ছাত্রীকে। এরপর বেপরোয়া গতি তাকে বেশ কয়েক মিটার টেনেও নিয়ে যায়। ঘটনায় প্রবলভাবে আহত পড়ুয়া। কী বলছেন প্রত্যক্ষদর্শীরা? ঘটনা নরেন্দ্রপুর থানা এলাকার (Narendrapur)। 


টিউশন থেকে ফেরার পথে সাংঘাতিক দুর্ঘটনার শিকার ছাত্রী


টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হল এক ছাত্রী। নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়া মোড়ে বাইপাসের ধারে মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কামালগাজির দিক থেকে গড়িয়া ঢালাই ব্রিজের দিকে যাওয়ার পথে ছাত্রীকে ধাক্কা মারে একটি সবজি বোঝাই গাড়ি। বেপরোয়া গতিতে বেশ কয়েক মিটার টেনেও নিয়ে যায় তাকে। এরপর গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে ওই চালক। ধাওয়া করে পাটুলির কাছে গাড়িটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারাই।


দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রীকে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ির চালককে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত চালক। এরপর বেশ কিছুক্ষণ গাড়িটি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 


একাধিক পথ দুর্ঘটনার খবর রাজ্য থেকে জেলায়


গত বছর অগাস্ট মাসের ঘটনা। বাবার সাইকেলের পিছনে চড়ে স্কুলের পথ ধরেছিল খুদে। পরীক্ষার দিনে প্রশ্নোত্তর কী আসতে পারে তা নিয়ে বাবার সঙ্গে কথাবার্তার মাঝেই নেমে আসে ভয়ঙ্কর পরিণতি। দ্রুতগতিতে এসে একটি লরি ধাক্কা মারে সাইকেলে। যে ধাক্কায় খুদে ছাত্রী রাস্তায় ছিটকে গেলে তাকে পিষে দিয়ে চলে যায় লরিটি! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের গোতলাহাটের ঘটনায় শিউরে ওঠেন সকলে।                         


আরও পড়ুন: Kolkata Weather:আজও বৃষ্টির আশা কি ব্যর্থ হবে মহানগরের? কী বলছে পূর্বাভাস?


গত এপ্রিল মাসে ভোরের শহরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একের পর এক ধাক্কা লাগে পর পর লরির। এক বুধবার ভোরে ঘটনাটি ঘটে বেলঘরিয়া এক্সপ্রেসে। তার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। বন্ধ হয়ে যায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট গামী লেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।