কলকাতা: জাতীয় পতাকার (National Flag) বদলে দলীয় পতাকা তুলে, জাতীয় সঙ্গীত গাইছেন তৃণমূল নেতারা (TMC Leader) এমনই অভিযোগ এনে একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে (Facebook) পোস্ট করলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)।


ভিডিও দেখিয়ে তাঁর দাবি, সেখানে সম্ভবত উপস্থিত আছেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অনাথবন্ধু মাজি-সহ কয়েকজন। এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC) পূর্ণচন্দ্র বাউড়ি। পাল্টা ছবি দিয়ে তাঁর দাবি, জাতীয় পতাকার (National Flag) পাশেই ছিল দলীয় পতাকা। অবমাননার প্রশ্নই নেই। এবিপি আনন্দ এই ভিডিও-র সত্যতা যাছাই করেনি।



এদিন দিলীপ ঘোষের (Dilip Ghosh) পথে হেঁটে ‘পদ্ম’-প্রত্যাখ্যানকারীদের কটাক্ষ করেন অনুপম হাজরা (Anupam Hazra)। বুধবার নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যাঁরা অপমানিত বোধ করে পদ্মভূষণ বা পদ্মশ্রী (Padma shri) প্রত্যাখ্যান করলেন শুনছি পরের বছর তাঁদের বঙ্গভূষণ (Bangabhusan) বা বঙ্গশ্রী দেওয়া হবে এবং সেটি নিতেই হবে, প্রত্যাখ্যান করা যাবে না।’ ‘পদ্ম’ পুরস্কার প্রত্যাখ্যানকারীদের কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরার (BJP Leader Anupam Hazra)।


আরও পড়ুন: Driving Rule Violation : বিজ্ঞপ্তি প্রকাশ হতেই কড়াকড়ি, ১০০-র বদলে হাজার টাকা জরিমানা দিলেন হেলমেটবিহীন বাইক সওয়ারিরা


এদিনই যোগদান নিয়ে তৃণমূলেপর বিরুদ্ধে অভিযোগ ওঠে। দলের নেতা কর্মীদের অন্ধকারে রেখে দুর্নীতিগ্রস্ত সিপিএম কোঅর্ডিনেটরকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। আর তা হয়েছে দলের সাংগঠনিক জেলা সভাপতির মদতে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এই অভিযোগ তুলে সরব হয়েছেন টাউন তৃণমূল সভাপতি। বিতর্কের মুখে টাউন সভাপতির সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি।


অন্য়দিকে মালদা তৃণমূলে ফের আমন্ত্রণ বিতর্ক। এবারও অভিযোগে সরব চাঁচলের তৃণমূল বিধায়ক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, দলের জেলা পরিষদ সদস্যের গান প্রকাশ অনুষ্ঠান সম্পর্কে তাঁকে কিছুই জানানো হয়নি। এমনই অভিযোগ বিধায়কের। মানতে নারাজ তৃণমূলের ব্লক নেতৃত্ব। এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।