কলকাতা: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিভিন্ন পদে নিয়োগের জন্য় নেওয়া পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ, এসএসএফ, অসম রাইফেলে রাইফেলম্যান, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর কনস্টেবল পদে নিয়োগের জন্য এই পরীক্ষা হয়েছিল। ১০ জুলাই ফল প্রকাশিত হয়েছে। SSC ওয়েবসাইটে ssc.gov.in- এ দেখা যাচ্ছে রেজাল্ট।


২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এবং ৩০ মার্চ SSC- কনস্টেবল (GD) পরীক্ষা নেওয়া হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট ফরম্যাটে পরীক্ষা হয়েছে।


মোট ২৬,১৪৬ পদে পরীক্ষা নেওয়া হয়েছে। কোন কোন বাহিনীতে নিয়োগ?
বিএসএফ, CISF, সিআরপিএফ, সশস্ত্র সীমা বল, ITBP, অসম রাইফেলস, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স।


মিলছে Answer Key:
১০ জুলাই সন্ধে ৬টা থেকে আনসার কি এবং প্রশ্নপত্র ও রেসপন্স শিট পাওয়া যাচ্ছে। ২৪ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত ওয়েবসাইটে এটা মিলবে। পরীক্ষার রোল নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে ওই লিঙ্কে ঢুকে উত্তর দেখতে পারবেন পরীক্ষার্থীরা।


এই সময়েই কৃতকার্য এবং অকৃতকার্য পরীক্ষার্থীদের নম্বর দেখা যাচ্ছে কমিশনের ওয়েবসাইটে (ssc.nic.in)। ইউজার নেম এবং পার্সওয়ার্ড দিয়ে লগ ইন করে নম্বর দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। 


বাছাইয়ের কাট-অফ:
পরবর্তী ধাপে পৌঁছনোর জন্য শারীরিক পরীক্ষা (Physical Standard test), Physical Efficiency test দিতে হবে এবং সেটা পাশ করার পাশাপাশি মিনিমাম কাট অফ মার্কস রাখতে হবে


অসংরক্ষিত আসন: ৩০%
OBC/EWS: ২৫%
বাকি সব ক্ষেত্রে: ২০% 


আরও চাকরির সুযোগ: 
এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড (AIASL) নিয়োগ। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। AIASL- এর অফিশিয়াল ওয়েবসাইট aiasl.in - অনলাইনে আবেদন করতে হবে। মোট ১০৪৯টি শূন্যপদ রয়েছে। ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। 


কোথায় কত শূন্যপদ?
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ- ৭০৬
সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ- ৩৪৩


সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরির জন্য আবেদনকারীর ১০+২+৩ স্নাতক ডিগ্রি থাকতে হবে অনুমোদনপ্রাপ্ত এবং স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করতে জানতে হবে। ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে। জেনারেল ক্যাটেগরির প্রার্থী হলে আবেদনের ক্ষেত্রে বয়সের  ঊর্ধ্বসীমা ৩৩ বছর। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বারবার আর্থিক টানাপড়েন? হাতে কিছুতেই টাকা আসছে না? এটা করলেই ফিরবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ


Education Loan Information:

Calculate Education Loan EMI