আবির দত্ত, কলকাতা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) এবার মুখ্যসচিব ও ডিজিপি-কে নোটিস জাতীয় এসটি কমিশনের। কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা।


কী হুঁশিয়ারি জাতীয় তফসিলি কমিশনের?
জাতীয় তফসিলি কমিশন জানিয়েছে, 'কী পদক্ষেপ সন্দেশখালিকাণ্ডে, জানাতে হবে ৩ দিনের মধ্যে। ৩ দিনের মধ্যে জবাব না মিললে আইন অনুযায়ী ব্যবস্থা।'


আগামীকাল সন্দেশখালি যাচ্ছে জাতীয় এসটি কমিশনের (National ST Commission) ভাইস চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। অর্থাৎ জাতীয় এসসি কমিশন, মহিলা কমিশনের পর এবার সন্দেশখালিতে এসটি কমিশনও। ১৩ ফেব্রুয়ারি সন্দেশখালিতে গিয়েছিল জাতীয় মহিলা কমিশন। ১৫ ফেব্রুয়ারি গিয়েছিল জাতীয় তফসিলি কমিশন। ২১ ফেব্রুয়ারি এল জাতীয় ST কমিশনের নোটিস। সন্দেশখালিকাণ্ডে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ও রাজ্য় পুলিশের DG রাজীব কুমারকে নোটিস পাঠাল জাতীয় ST কমিশন। সেখানে বলা হয়েছে, সন্দেশখালিতে ঠিক কী হয়েছে, তা খতিয়ে দেখতে চায় কমিশন।  এ সংক্রান্ত তথ্য়, এবং অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৩ দিনের মধ্য়ে জানাতে হবে কমিশনকে। সেইসঙ্গে নোটিসে স্পষ্ট করে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্য়ে উত্তর না পেলে, ব্য়ক্তিগতভাবে বা প্রতিনিধি পাঠিয়ে হাজিরা দেওয়ার জন্য় আইনানুগ সমন জারি করা হবে। 


তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (kunal Ghosh on Sandeshkhali) বলেন, 'এসব বিজেপির নাটক। এই যে জাতীয়, দিল্লির SC ST কমিশন বা মহিলা কমিশন সব কমিশনগুলোর একটা এক্তিয়ার থাকে। কোনও ঘটনায় তদন্ত করা, কেন্দ্রীয় সরকার বা রাজ্য় সরকারকে রিপোর্ট দেওয়া, এইটা এদের অধিকার। এদের কিছু রুল বুক অনুযায়ী চলতে হয়। রাষ্ট্রপতির কাছে গিয়ে ফ্য়াশন প্য়ারেড করে, ছবি তুলে, ফটো সেশন করে, রাজ্য়পালের কাছে গিয়ে ফটো সেশন করে রাষ্ট্রপতি শাসন দাবি করা তাদের এক্তিয়ারেই পরে না।'


এদিনই সন্দেশখালি পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাঁর সঙ্গে রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সঙ্গে রয়েছে বসিরহাট পুলিশ জেলার এসপি। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখবেন ডিজিপি। সন্দেশখালি থানায় গিয়েছেন ডিজিপি রাজীব কুমার। সেখানে বৈঠক করছেন তিনি। উপস্থিত রয়েছেন উচ্চপদস্থ পুলিশকর্তারা। পুলিশ ক্যাম্পেও তাঁর যাওয়ার কথা। ধামাখালি থেকে লঞ্চে করে সন্দেশখালি পৌঁছন তাঁরা। সূত্রের খবর, সন্দেশখালির আশেপাশের এলাকাগুলিতেও যেতে পারে ডিজিপি রাজীব কুমার। উপদ্রুত এলাকাগুলি, যেখান থেকে অশান্তির খবর আসছিল সেই এলাকগুলিও ঘুরে দেখা হবে বলে সূত্রের খবর। 


আরও পড়ুন: 'স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন', কেন বললেন বিচারপতি?