সুকান্ত মুখোপাধ্য়ায়, জয়ন্ত পাল, ভাঙড়: নৌশাদের (Nawsad Siddique) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ। অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে নিউটাউন থানায় (Newtown Police Station) সব্যসাচী দত্ত। 'আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তাই নিয়ে এসেছি', অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে দাবি তৃণমূল নেতার। 'রাজনৈতিকভাবে না পেরে নতুন করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা। ভোটের আগে নতুন করে রাজনৈতিক চক্রান্ত, আমি মুখ খুললে বিপদ'। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়কের ।
বিস্ফোরক অভিযোগ: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে ভাঙড়ের ISF বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে, নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক তরুণী। বুধবার দুপুরে, তরুণী ও তাঁর ভাইকে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করান ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।
অভিযোগকারিণী বললেন, এখনই কিছু বলতে চাইনা। অ্যাবিউজ করা হয়েছে। সঙ্গে ছিলেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি বললেন, লজ্জাজনক অভিযোগ। একজন বিধায়কের বিরুদ্ধে বলতে লজ্জা লাগছে। এখন প্রশ্ন কেন তৃণমূলের কাছেই গেলেন নির্যাতিতি? তার উত্তরে সব্যসাচী দত্ত বলেন আমাদের কাছে এল বলে আমরা নিয়ে গেছি।
২১ জানুয়ারি, ISF-পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর। গ্রেফতার হন নৌশাদ সিদ্দিকি। জেল থেকে ছাড়া পান, ৪২ দিন পর। পঞ্চায়েত ভোটের মাত্র ২ দিন আগে, তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন নৌশাদ। কেন, ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে গিয়ে তরুণী অভিযোগ দায়ের করলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি অভিযোগের ভিত্তিতে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আমি মুখ খুললে বিপদ আছে। সব্যসাচী তৃণমূল নেতা, খাতির করে একজনকে নিয়ে গেলেন, গোটাটাই রাজনৈতিক। আমার আইনজীবীরা দেখছে।পুলিশকে মারধরে ৪২ দিন জেলে রেখেছিল। পুরোটাই ম্য়ালাইন করার জন্য।
ISF বিধায়ক আরও জানিয়েছেন, এখনও থানার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি। এ দিকে, তরুণী নিউটাউন থানা এলাকার বাসিন্দা নন। জানা গেছে, কাছাকাছি হওয়ায় সেখানে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগটি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে খুনের অভিযোগ দায়ের: এর আগে ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল। নৌশাদ সিদ্দিকি সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত তৃণমূল কর্মী রাজু নস্করের পরিবার। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ নৌশাদ সিদ্দিকির।
পঞ্চায়েতের মনোনয়ন পর্বে ভাঙড়ে লাগাতার সন্ত্রাস কেড়েছে তিন তিনটে প্রাণ। ভাঙড়ে মনোনয়ন পর্বেই মৃত্যু হয়েছে, তৃণমূল কর্মী রাজু নস্কর, আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা এবং তৃণমূল কর্মী রশিদ মোল্লার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূল কর্মী রাজু নস্কর খুনে, এবার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হল। ভাঙড়ে অশান্তির ঘটনায়, এখনও অবধি মোট ৭ টি এফআইআর দায়ের করা হয়েছে।