কলকাতা: ফের জামিনের আর্জি খারিজ। এবারও পুলিশ হেফাজতে থাকতে হবে নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক (ISF MLA)।


আজ নিউ মার্কেট থানার আবেদনে সায় দিয়েছে আদালত। ফের জামিনের আর্জি খারিজ হয়েছে নৌশাদের । ধর্মতলাকাণ্ডে হেয়ার স্ট্রিট থানার মামলায় খুনের চেষ্টার ধারায় চার্জশিট দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। এই চার্জশিটে রয়েছে পুলিশকে খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ। নৌশাদ-সহ ২০জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে আগেই ।


জামিনের আবেদন খারিজ: ফের ধাক্কা খেলেন নৌশাদ সিদ্দিকি। আপাতত জেলেই থাকতে হবে ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। এবার বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদনও খারিজ করে দিল আদালত।


এর আগে ধর্মতলাকণ্ডে হেয়ার স্ট্রিট থানার মামলায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত হয়েছিল নৌশাদ সিদ্দিকির। সেই মামলায় অন্তর্বর্তী জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। সেখানে নৌশাদের আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন, "নৌশাদের সামাজিক মর্যাদা দেখুন। উনি একজন নির্বাচিত বিধায়ক। কোনও উগ্রপন্থী বা উগ্রবাদী কাজের সঙ্গে যুক্ত নন।


বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। এলাকার উন্নয়নে স্বার্থে তাঁর সেখানে থাকা দরকার। এলাকার মানুষ তাঁকে ভোট দিয়েছেন। তাঁদেরও একটা অধিকার রয়েছে। তাঁদের অধিকার যাতে খর্ব না হয় দেখুন।'' আদালতে বেশ কয়েকটি পেপারকাটিং জমা দিয়ে আইএসএফ বিধায়কের আইনজীবী দাবি করেন, "যাঁরা ইট ছুড়ছেন তাঁরা হেলমেট পরে রয়েছেন। আইএসএফের সভার অনুমতি ছিল। নৌশাদের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। সেজন্য তাঁকে হেফাজতে চাওয়া হচ্ছে। খুনের চেষ্টার মামলায় অ্যাকউন্টের তথ্য জানার কী প্রয়োজন?''                           


সেই সময় পাল্টা নৌশাদের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সওয়াল করেন। সরকারি কৌঁসুলি বলেন, “ধর্মতলার অবস্থানের কোনও অনুমতি ছিল না। আমরা সিসিটিভি ফুটেজ জমা দিয়েছি। যিনি একজন এমএলএ, আইন রচনার দায়িত্বে রয়েছেন, তিনি আইন ভাঙেন কী করে? অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে।একটা স্টেটমেন্ট জমা দিয়েছি। কার সঙ্গে কী হয়েছে, দেখে নেবেন। ওপেন কোর্টে সেটা বলছি না।''


দু'পক্ষের সওয়াল-জবাব শুনে, অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়ে ব্যাঙ্কশাল আদালতের বিচারক বলেন, বাজেট অধিবেশনে অংশগ্রহণ করার জন্য জামিন, “এটা কোনও কারণ হতে পারে না। এমএলএ হোন, আর সাধারণ মানুষ, আইন সকলের জন্য সমান।’’


আরও পড়ুন : West Bengal Budget 2023 : সেচের জলে কর মুকুব, রাজ্য বাজেটে বড় ঘোষণা