কলকাতা: প্রকাশ্যে ইশা সাহা (Ishaa Saha), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-র নতুন ছবি 'ঘরে ফেরার গান' (Ghore Ferar Gaan)-এর মুক্তির দিন। অরিত্র সেন এর পরিচালনায় "এস কে মুভিস" এর প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ১৭ মার্চ। এই ছবির টিজার প্রকাশ পেয়েছিল আগেই, তবে ঘোষণা হয়নি ছবি মুক্তির দিন।
গত ২৩ অক্টোবর মুক্তি পায় ছবির টিজার। লন্ডন আই থেকে শুরু করে বিদেশের রাস্তাঘাট, ছোট্ট টিজারে ধরা খুঁটিনাটি। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা। পরমব্রত ও ইশা ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee)। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও লন্ডনে। ছবি সম্পর্কে পরমব্রত বলছেন, 'আমার চরিত্রটি দেশ ও বিদেশের মধ্যে বিভক্ত বলা যায়। দীর্ঘ সময় ধরে ইমরান (পরমব্রত চরিত্রের নাম) শুধু দেশ ছাড়া নয়, আপনজনদের থেকেও দূরে সরে গিয়েছে। মুর্শিদাবাদের এক বর্ধিষ্ণু পরিবারের সন্তান ইমরান। ঘটনাচক্রে বাড়িতে ফিরতে হয় তাকে, আর সেখানেই গল্পের মোড় ঘোরে। গল্পের নায়িকা তোড়াও গানবাজনার মানুষ। ইমরানের সাথে যোগসূত্র সেখান থেকেই।'
পরিচালক অরিত্র সেন বলছেন, 'ঘরে ফেরার গান' একটি সম্পর্কের গল্প। গানের সুরে বোনা এক জীবনের গল্প এই ছবি। এই ছবিতে চরিত্ররা স্থিতাবস্থাকে মেনে নেওয়ার পরিবর্তে চ্যালেঞ্জ করে। যেখানে ইমরান ও তোড়া ছবির মূল কেন্দ্র চরিত্র। যেহেতু আমি যুক্তরাজ্যে(UK) বহুদিন ছিলাম, সেই অভিজ্ঞতার জন্যই আমি সেখানে বসবাসকারী বাঙালিদের সম্পর্কে ভালভাবে পরিচিত। এই ছবি সেই প্রেক্ষাপটেই নিখাদ একটা সম্পর্কের গল্প বলবে'।
আরও পড়ুন: Rituparna Nusrat Yash: এবার বড়পর্দায় মুখোমুখি যশ-ঋতুপর্ণা, গুরুত্বপূর্ণ চরিত্রে নুসরতও
গল্পের প্রেক্ষাপট লন্ডনে। ইশার চরিত্রের নাম তোড়া। কলকাতায় তোড়ার বিয়ে হয় ঋভুর সঙ্গে। কিন্তু এরপরে কাজের জন্য লন্ডনে চলে যেতে হয় তোড়াকে। আর সেখানেই তাঁর আলাপ হয় ইমরানের সঙ্গে। সুরে সুরেই যেন বাঁধা হয়ে যায় তাঁদের সম্পর্ক। ত্রিকোণ প্রেমের জটিলতা আর সম্পর্কের সমীকরণ নিয়েই এগিয়ে যাবে 'ঘরে ফেরার গান'-এর গল্প।
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস ও সমাদীপ্তা।