রুমা পাল, সৌমিত্র রায় ও সুনীত হালদার, কলকাতা: ডিএ আন্দোলন মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা (Naushad Siddique)। অভিযুক্ত বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করল পুলিশ। নৌশাদ সিদ্দিকির উপর হামলার ঘটনায় ময়দান থানায় আন্দোলনকারীদের তরফে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযুক্তকে কাল আদালতে পেশ করা হবে (DA Protests)।  


এই ঘটনা ঘিরে ধর্মতলায় DA-ধর্নামঞ্চে ছড়িয়ে পড়ে তুমুল বিশৃঙ্খলা


ডিএ মঞ্চে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা। মাইক হাতে বক্তব্য রাখছিলেন ভাঙড়ের বিধায়ক! সেইসময় সামনে চলে আসেন ওই ব্যক্তি। আর কয়েক মুহূর্তের কথোপকথন, তারপরই হঠাৎ ISF বিধায়ককে সজোরে ধাক্কা। আর এই ঘটনা ঘিরে ধর্মতলায় DA-ধর্নামঞ্চে ছড়িয়ে পড়ে তুমুল বিশৃঙ্খলা। অভিযুক্ত হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বলে শনাক্ত করা গিয়েছে। যদিও বিধানসভা নির্বাচনে আগে থেকেই তিনি তৃণমূলের সঙ্গে নেই বলে জানিয়েছেন স্থানীয় জোড়াফুল নেতৃত্ব।


ডিএ আন্দোলন মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা। অভিযুক্ত হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে আটক করেছে পুলিশ। যদিও ডোমজুড়ের তৃণমূল বিধায়কের দাবি, অভিযুক্তকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। ময়দান থানা সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন, ডোমজুড়ে নিজের এলাকার সংখ্যালঘু মানুষের সমস্যা নৌশাদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। জানাতে না পারার ক্ষোভেই এই ঘটনা ঘটান তিনি।


আরও পড়ুন: Santanu Banerjee: ১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর

শনিবার দুপুর পৌনে ৩টে তখন বাজে ঘড়িতে। বকেয়া ডিএ-র দাবিতে মঞ্চে বক্তৃতা করছিলেন নৌশাদ সিদ্দিকি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "আশীর্বাদ করবেন যেন মাথা তুলে বাংলার মানুষের জন্য কথা বলতে পারি।"

সেই সময়, বক্তব্য শুনতে শুনতে আন্দোলনকারীদের ভিড়ে বসে থাকা কালো শার্ট পরা ওই ব্যক্তি,হেলমেট হাতে এগিয়ে আসেন। 
বক্তব্য থামিয়ে এগিয়ে যান নৌশাদও। এর পর তিনি নৌশাদ সিদ্দিকিকে প্রশ্ন করেন, সংখ্যালঘুদের জন্য় কী করেছেন?

উত্তরে নৌশাদ কিছু বলতে শুরু করেছিলেন। ততক্ষণে, আন্দোলনকারীরা এই ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি সজোরে ধাক্কা মারেন আইএসএফ বিধায়ককে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলেন আন্দোলনকারীরা। যদিও নৌশাদ বহলতে থাকেন, "এটা একটা নাটক। ওঁকে কিছু কোরো না।"


আক্রমণকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়

শেষে আক্রমণকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় নৌশাদের বক্তব্য, "যত দিন যাচ্ছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। বক্তব্যের শেষে কিছু বলবেন বললেন। ভলান্টিয়াররা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তবে, মঞ্চে যাঁরা আছেন, তাঁদের মধ্যে কেউ নয়। উনি ঘাপটি মেরে ভিতর থেকে বসে কোনওরকম ভাবে, ঘটিয়েছেন। আন্দোলনের গতি রুদ্ধ করার পরিকল্পনা কারও থাকতে পারে। এমন ভাবে হেকল হতে হবে ভাবলে সজাগ থাকতাম। সবার নিরাপত্তা নিয়েই প্রশ্ন।" পুলিশের বিষয়টি খতিয়ে দেখা উচিত বলেও জানান নৌশাদ।


ময়দান থানা সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন, ডোমজুড়ে নিজের এলাকার সংখ্যালঘু মানুষের সমস্যা নৌশাদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। জানাতে না পারার ক্ষোভেই এই ঘটনা ঘটান তিনি।