কলকাতা: SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় প্রায় সাড়ে ৫৭ লক্ষ? মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে ২৫ লক্ষ নাম। এছাড়া স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় প্রায় ২০ লক্ষ। খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার সংখ্যাও প্রায় সাড়ে ১১ লক্ষ। সূত্র মারফৎ জানা গিয়েছে, ডুপ্লিকেট ভোটার হিসেবে সাড়ে ১৩ লক্ষ নাম চিহ্নিত করা হয়েছে। ১৩ লক্ষ ৭৪ হাজার ৬৬০ ভোটারের অসঙ্গতি নজরে পড়েছে কমিশনের।

Continues below advertisement

এদিকে, কাল এনুমারেশন শেষের আগের দিন ফের নতুন নির্দেশিকা কমিশনের। এবার BLO এবং BLA-দের জন্য নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। নথির সঙ্গে এবার মিনিটস অফ মিটিংয়েরও ছবি আপলোড করতে হবে। মৃত , খোঁজ না মেলা, স্থানান্তরিত হওয়া ভোটারদের ক্ষেত্রে আলাদা ডিক্লারেশন আপলোডেরও নির্দেশ। ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই পদক্ষেপ, খবর কমিশন সূত্রে। কালই এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন।

Continues below advertisement

কিছুদিন আগেই নির্বাচন কমিশনের কাছে এই তথ্য এসেছে পৌঁছেছিল যে, ২২০৮টি বুথে কোনও 'আন-কালেক্টবল' ফর্ম নেই। মানে, মৃত ভোটার নেই ও ডুপ্লিকেট ভোটার নেই। তার সঙ্গে ট্রান্সফারড কোনও ভোটার নেই (অর্থাৎ, কেউ শিফট হননি)। সেটা কি সম্ভব ? এই প্রশ্ন উঠছে। সেই কারণেই, এই ২২০৮টি বুথে বিশেষভাবে নজর দিতে বলেছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট যেসব জেলাশাসক রয়েছেন, অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। ২২০৮টি বুথে কী করে সম্ভব হল আন-কালেক্টবল ফর্ম নেই। তা জানতে চাওয়া হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এখানকার ৭৬০টি বুথে আন-কালেক্টবল ফর্ম নেই বলে তথ্য এসেছে। কী করে তা সম্ভব, সেই প্রশ্ন উঠছে। এরপরেই নাম রয়েছে পুরুলিয়ারপুরুলিয়ার ২২৮টি বুথে এরকম রয়েছে। মুর্শিদাবাদে ২২৬টি বুথ, মালদায় ২১৬টি বুথ, নদিয়ায় ১৩০টি বুথ, বাঁকুড়ায় ১০১টি বুথ, হাওড়ায় ৯৪টি বুথ, পূর্ব মেদিনীপুরে ৯০টি বুথ, বীরভূমে ৮৬টি বুথ, উত্তর ২৪ পরগনায় ৮২টি বুথ, জলপাইগুড়িতে ৫৬টি বুথ, হুগলিতে ৫৪টি বুথ, দক্ষিণ দিনাজপুরে ৪০টি বুথ, পশ্চিম মেদিনীপুরে ১৫টি বুথ, উত্তর দিনাজপুরে ১১টি বুথ, পূর্ব বর্ধমানে ৯টি বুথ, ৩টি বুথ আলিপুরদুয়ারে, কোচবিহারে ২টি বুথ, দার্জিলিঙেও ২টি বুথ রয়েছে, ১টি করে বুথ রয়েছে কালিম্পং এবং উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানেও ১টি বুথ।