নয়াদিল্লি: নিট (NEET) বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি। ক্ষোভের ঢেউ আছড়ে পড়ে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়ির অদূরে। এদিকে তারই মাঝেই আজ, দেশজুড়ে পালিত হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যোগ দিবস কর্মসূচিতে অংশ নিয়েছেন মোদি। ঠিক এমন এক দিনে এমন এক দিনে যোগ দিবসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগাসন করতে গিয়ে, পড়ুয়াদের কালো পতাকা দেখে ফিরতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Education Minister Dharmendra Prodhan)। 'যোগাসন করে পালাতে পারবেন না প্রধানমন্ত্রী (PM Modi)। পরীক্ষা পে চর্চা করেন প্রধানমন্ত্রী, কিন্তু নিট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সংসদে নিট নিয়ে বিস্তারিত বিতর্ক হওয়া উচিত', মত প্রকাশ করে দাবি জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ( Congress Leader Jairam Ramesh )। 


এদিন জয়রাম রমেশ বলেন, 'আমরা আন্দোলন প্রতিবাদ জারি রেখেছি। কিন্তু আজ যোগ দিবসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওনাকে কালোপতাকা দেখিয়েছে ছাত্ররা। ওনাকে যোগাসন করতে দেওয়া হয়নি। এবং এর থেকে পালিয়ে যেতে পারবেন প্রধানমন্ত্রী মোদি। হ্যা, আজ আন্তর্জাতিক যোগ দিবস। যোগাসন করছেন উনি। ঠিকআছে, কিন্তু নিট নিয়ে কিছু তো বলবেন...পরীক্ষা নিয়ে চর্চা করেন, কিন্তু নিট নিয়ে কোনও কথা বলছেন না উনি।' 


একের পর এক পরীক্ষায় অনিয়ম-অস্বচ্ছতা-প্রশ্ন ফাঁস-লক্ষ লক্ষ টাকার খেলার অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও এনিয়ে মুখ খোলেননি। যদিও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, 'আমি নৈতিক দায় নিচ্ছি। টেলিগ্রামে প্রশ্ন ফাঁস হয়েছে। দুর্ভাগ্য়জনক ঘটনা ঘটেছে। আমার কাছে পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের কথা আসছে। আমি তা স্বীকার করছি। জ্ঞানত কিংবা অজ্ঞানত কোনও ভুল হয়ে থাকলে আমি তা স্বীকার করছি।' কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষামন্ত্রক পুরোপুরি দায়বদ্ধ। শিক্ষামন্ত্রক কোনও ভাবেই কারও বিরুদ্ধে পদক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না, যদি পরীক্ষায় অনিয়ম করার কোনওরকম প্রমাণ থাকে তাঁর বিরুদ্ধে। 


আরও পড়ুন, 'টাকা নিয়ে চাকরি দিয়েছেন..', তেহট্টর TMC বিধায়ককে ফের তলব CBI-এর
 
 কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বলেন, 'বলা হচ্ছিল ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদিজি, মানে একটা নির্দেশ দিয়ে রাশিয়া- ইউক্রেনের মাঝের যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন উনি। ইজরায়েল ও গাজার মধ্যে চলা যুদ্ধও থামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি কিন্তু কোনও কারণে ভারতে প্রশ্নফাঁস আটকাতে পারছেন না নরেন্দ্র মোদি বা আটকাতে চাইছেন না, এতে পড়ুয়াদের লোকসান হচ্ছে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।