তোর্ষা ভট্টাচার্য, কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবন বারে বারে উঠে এসেছে চর্চায়। প্রথমদিকে তিনি বিব্রত হতেন.. কিন্তু এখন? নিজের সম্পর্ক, কাজ নিয়ে আলোচনা, ধারাবাহিকে কাজ, মুম্বইয়ের জীবনযাপন... সব নিয়েই নিজের মনের কথা বললেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)।


বর্তমানে কলকাতার থেকে মুম্বইতেই বেশি থাকছেন শোলাঙ্কি। অভিনেত্রীর কেমন লাগে শহরটা? শোলাঙ্কি বলছেন, 'কলকাতা মেয়েদের জন্য ভীষণ নিরাপদ। তবে আমার মনে হয় মুম্বই আরোই নিরাপদ। তবে এই দুই শহরের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। দুটো শহরই ভীষণ আন্তরিক। কলকাতা আমার ঘর.. আমার বাবা-মা এখানে থাকেন। এখানে বড় হয়েছি, কাজ করেছি। তবে মুম্বইতে আমি সম্পূর্ণ নতুন। তারপরেও এই শহরটা আমায় ভীষণ আপন করে নিয়েছে। দুটো জায়গাই আমার কাছে সমান প্রিয়।'


তবে কি, মুম্বইতে ঠিকানা বদলের কোনও পরিকল্পনা রয়েছে সোলাঙ্কির? অভিনেত্রী বলছেন, 'কলকাতায় কাজ না পেয়ে আমি যে মুম্বই চলে গিয়েছি বিষয়টা একেবারেই তা নয়। আমি নিজের কাজের পরিধিটা একটু বাড়াতে চাই। তবে কলকাতায় মনের মতো কাজ পেলে অবশ্যই করব। আমি আপাতত ধারাবাহিকে কাজ করার কথা ভাবছি না। দীর্ঘদিন ধরে একই চরিত্রে অভিনয় অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ নেওয়ার জায়গাটা কমিয়ে দেয়। আমি ওয়েব সিরিজ আর বড়পর্দাতেই কাজ করতে চাইছি এখন।'


বারে বারে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন চর্চায় উঠে এসেছে। নিজে অবশ্য কখনোই এ নিয়ে খোলামেলা আলোচনা করতে নারাজ শোলাঙ্কি। বলছেন, একটা সময়ে খুব বিব্রত হতাম। এখন ভাবা ছেড়ে দিয়েছি। আসলে আমরা পাবলিক ফিগার বলেই মানুষের আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত আকর্ষণ, আগ্রহ, কৌতুহল অনেক থাকে। কে কি বলছেন আমরা তো বদলাতে পারব না। তবে এটুকু বুঝি, এই পেশায় ব্যক্তিগত জীবনটাকে চর্চার আড়ালে রাখতে চাওয়া, রাখতে পারাটাই কঠিন। কেউ বোঝেন না, আমাদের জীবনটাও আর পাঁচটা মানুষের মতো। তবে এখন বুঝে গিয়েছি কে কি বলবে সেটা আমার হাতে নেই। সবকিছু এড়িয়ে চলতে শিখে গিয়েছি।'


 






আরও পড়ুন: Janhvi Kapoor: শ্যুটিং সামলেও নিয়ম মেনে খাওয়া, সারাদিন কী কী থাকে জাহ্নবী কপূরের প্লেটে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।