সঞ্চয়ন মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিউ আলিপুরে (New Alipore) রঙের গুদামে বিধ্বংসী আগুন লাগল। আজ সকালে নিউ আলিপুরের চেতলা রোডে এই ঘটনা ঘটে। দাউদাউ আগুন ও ধোঁয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিধ্বংসী আগুন নেভাতে এলাকায় পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। ভয়াবহ আগুনে ভেঙে পড়েছে গুদামের একাংশ।
রঙের গুদামের পাশেই আছে ঝুপড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই শঙ্কিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে আগুন লাগার খবর দেওয়ার পরেও দমকল আসতে দেরি করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ঘন জনবসতি পূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন যেখানে জ্বলছে তার ঠিক পাশে ও পিছনে রয়েছে অ্যাসবেস্টসের চাল সমেত ঘর। কারখানার একাংশ ভেঙে পড়েছে। সেখানেই দমকলকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে শুরু করেছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে দমকলের হোস পাইপ হাতে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারাই।
আরও পড়ুন: LPG Price Hike: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামে লম্বা লাফ, কলকাতায় কোনটার কত দাম
খবর দেওয়ার পরেও দমকলকর্মীরা আসতে দেরি করে বলে অভিযোগ এলাকাবাসীদের। তারপরে দমকল প্রথমে ১টি ইঞ্জিন পাঠানো হয়। তাতে আরও ক্ষুব্ধ এলাকাবাসীরা। তবে অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ভিতর পর্যন্ত আগুন নেভাতে বেশ বেগে পেতে হচ্ছে। বেশ কিছু বিস্ফোরণের শব্দও মিলেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি সেগুলি গুদামে মজুত রাসায়নিকের বিস্ফোরণের শব্দ হতে পারে।
তালাবন্ধ গুদামে আগুন লাগে। ফলে সেখানে আগুন নেভাতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে গুদাম বন্ধ থাকার ফলে মনে করা হচ্ছে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুদামের একেবারে মাঝের অংশে বেশ দাউদাউ জ্বলছে আগুন। সেখানে পৌঁছনো সম্ভব হচ্ছে না এখনও। আশেপাশে গাছও ঝলসে গেছে আগুনে। গুদাম সংলগ্ন বাড়িগুলি খালি করা হচ্ছে।