কলকাতা: পুলিশ (Police), দমকল (Fire Service), হাসপাতাল (Hospital) থেকে অন্যান্য জরুরি পরিষেবা (other emergency services) এবার এক ছাতার তলায় সব। আর ভিন্ন ভিন্ন ফোন নম্বর নয়। এবার থেকে একটি ফোন নম্বরেই মিলবে সমস্ত কিছু। এবার থেকে ১১২ নম্বরে (112) ফোন করলেই মিলবে সমাধান। এক ছাতার তলায় সব জরুরি পরিষেবা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে পরিষেবা বাড়ানোর ক্ষেত্রে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন, ১৫৫২৬০ নম্বরটিকেও জুড়ে দেওয়া হচ্ছে ১১২-এর সঙ্গে।


এক ছাতার তলায় এল একাধিক জরুরি পরিষেবা


১৫৫২৬০ এই নম্বরটি রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিরোধী (Cyber crime) নম্বর। এবার থেকে ১১২ নম্বরে ফোন করলেই এক্সটেনশন হিসেবে কাজ করবে ওই নম্বরটি। অন্যদিকে বৃহস্পতিবার টুইট করে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাইবার জালিয়াতির কারণে আর্থিক ক্ষতি সংক্রান্ত কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর হচ্ছে ১৯৩০ (1930 is the New National Helpline number to prevent Financial Loss due to Cyber Fraud)।


 






কলকাতা পুলিশের আধুনিকীকরণের ক্ষেত্রে একাধিক উদ্যোগ


এদিকে, কলকাতা পুলিশের আধুনিকীকরণের উদ্যোগও নেওয়া হয়েছে। আলিপুর বডিগার্ড লাইন্সে ১০টি ভ্রাম্যমান তদন্তকারী যান ও ১৮টি ভ্রাম্যমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ৪টি মোবাইল কিচেনেরও উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধায় কলকাতা পুলিশের তরফে একটি ডায়গনস্টিক সেন্টারও চালু করা হয়েছে। যেখানে ২৪ ঘণ্টাই মিলবে পরিষেবা।


আরও পড়ুন: North 24 Parganas : সুড়ঙ্গে আটকে রাখা হয়েছে কিশোরকে! পানিহাটিতে জোর তল্লাশিতে যা মিলল...