কলকাতা:  পরের পর নির্বাচনে পরাজয়। সেই সঙ্গে অন্তর্দ্বন্দের ধাক্কা। বাংলায় দলকে চাঙ্গা করতে এ বার সক্রিয় হলেন দিল্লির বিজেপি (BJP) নেতৃত্ব। নতুন বছরের শুরুতেই রাজ্যে পা রাখছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তার পর জানুয়ারির শেষ দিকে এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দলকে পুনবরুজ্জীবিত করতেই তাঁদের আগমন বলে জানা গিয়েছে।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ এবং ১০ ডিসেম্বর, দু’দিনের সফরে রাজ্যে আসছেন নাড্ডা। ২২ জানুয়ারি আসানসোল, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ি—এই চার পুরসভায় (WB Municipal Election) নির্বাচন। তার আগে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। যাবতীয় অভাব-অভিযোগ শুনবেন।


আরও পড়ুন: Kolkata: মাদার টেরিজার স্মৃতিধন্য মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' ঘিরে বিতর্ক !


অন্য দিকে, জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্যে আসছেন শাহও। বিজেপি সূত্রে খবর, পর পর দুই ভোটে ধাক্কার পর চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দলে। রূপা গঙ্গোপাধ্যায়ের মতো নেত্রীও প্রকাশ্যে রাজ্য বিজেপি নেত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। মতুয়া ক্ষোভ সামাল দিতেও হিমশিম খাচ্ছে দল। এ সব খবরই শাহর কানে পৌঁছেছে। তাতে যারপরনাই অসন্তুষ্ট তিনি। তাই প্রয়োজনীয় কাজ মিটিয়েই বাংলায় ছুটে আসছেন তিনি।


সোমবার রাজ্যে দলের নেতাদের সঙ্গে একদফা বৈঠক করেন বিজেপি-র সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষও (BL Santosh)। সূত্রের খবর, বৈঠকে সন্তোষ জানিয়েছেন, সংগঠনকে ঢেলে সাজাতে তারুণ্যে জোর দিতে হবে। সম্প্রতি সাংগঠনিক স্তরে রদবদলের পর, বিজেপির অন্দরের ক্ষোভ বাইরে চলে এসেছে। তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অবিলম্বে পরিস্থিতি সামাল দিতে হবে।


উল্লেখ্য বিধানসভায় নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলে ওঠার আগেই, সম্প্রতি কলকাতা পুরসভা নির্বাচনেও (KMC Election 2021) জোর ধাক্কা খেয়েছে বিজেপি। তারর মধ্যেই সোমবার বকেয়া চার পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু দলের যা অবস্থা, তাতে ভোটে কতটা সুবিধা করা যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তা অনুধাবন করতে পেরেই সক্রিয় হয়েছেন শাহ-নাড্ডারা।