অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা: লোকসভা নির্বাচনের আগে নতুন তিন রুটের মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার মধ্যে রয়েছে হাওড়া থেকে কলকাতা আসার গঙ্গার নিচের অংশও। সেই আবহেই হাওড়া থেকে কলকাতা আসতে মেট্রোয় কত ভাড়া পড়বে, তা জানা গেল। মেট্রোর তরফে ভাড়া বাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই হাওড়া থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার ভাড়ার বিবরণ রয়েছে।(Metro Fare Chart)


আগামী ৬ মার্চ মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা গঙ্গার নিচে দিয়ে আসা নতুন মেট্রো লাইনের। পোশাকি নাম রাখা হয়েছে Green Line. হাওড়া থেকে ধর্মতলা এসে Blue Line-এর থেকে বিভাজিত হচ্ছে। ধর্মতলা থেকে মেট্রো বদলে দক্ষিণেশ্বর বা কবি সুভাষ যাওয়া যাবে। তবে সেক্ষেত্রে লাইন বদলালেও নতুন টোকেন নেওয়ার প্রয়োজন পড়বে না যাত্রীদের। এক টিকিটেই পাড়ি দেওয়া যাবে গোটা পথ। (Howrah-Kolkata Metro Connection)


মেট্রোর তরফে ভাড়ার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৫ টাকা, ধর্মতলা আসতেও ১০ টাকার টিকিট কাটতে হবে। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকা লাগবে। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকাই। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকা লাগবে। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকাই। দক্ষিণের মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলী, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ পর্যন্তও ৩০ টাকা ভাড়া।


আরও পড়ুন: Fog Disrupts Ferry Service:কুয়াশার দাপটে মুড়িগঙ্গায় চড়ায় আটকে ভুটভুটি, ভোগান্তি মাদ্রাসা কমিশনের পরীক্ষার্থীদের


দমদম পর্যন্ত ২৫, বেলগাছিয়া, শ্যামবাজার পর্যন্ত ২৫ টাকা ভাড়া গুনতে হবে মেট্রোয়। আবার দক্ষিণের কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, নেতাজি পর্যন্তও ভাড়া ২৫ টাকা। বাইপাসের সত্যজিৎ রায় স্টেশন পর্যন্ত ৩৫ টাকা ভাড়া পড়বে। জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত পর্যন্ত ৪০ টাকা ভাড়া। দমদম ক্যান্টনমেন্ট যেতে ভাড়া পড়বে ৪০ টাকা।  হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে পর্যন্ত যেতে ৫০ টাকা ভাড়া গুনতে হবে।


হাওড়া স্টেশন থেকে মধ্য কলকাতা এবং উত্তর বা দক্ষিণ, যেদিকেই যাওয়া হোক না কেন, একটি টোকেনেই তা সম্ভব। অর্থাৎ হাওড়া থেকে ধর্মতলায় এসে নেমে যদি লাইন বদল করা হয়, সেক্ষেত্রে নতুন করে আর টোকেন কাটতে হবে না। ওই এক টোকেনে যাত্রা করতে পারবেন যাত্রীরা। অনেকটা দিল্লি মেট্রোর আদলেই এই নিয়ম চালু হল কলকাতায়।