রণজিৎ সাউ, নিউটাউন: নিউটাউনের (New Town Accident) বিশ্ব বাংলা মোড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সঞ্চিতা চক্রবর্তী। বছর তিরিশের ওই মহিলা বেহালায় থাকতেন। পুলিশ সূত্রে খবর, বন্ধুর বাইকে চড়ে নিউটাউনের বিয়েবাড়ি থেকে ফিরছিলেন সঞ্চিতা। শনিবার, রাত ১০টা নাগাদ বিশ্ব বাংলা মোড়ে বাইকের পিছনে ধাক্কা মারে পাথর বোঝাই ট্রাক। যুবতী বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকের চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ।


দুর্ঘটনা বার বার...
এই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা নিছক কম নয়। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের নানা প্রান্তে মর্মান্তিক দুর্ঘটনার কথা প্রায়ই শোনা যায়। গত মাসের গোড়ার দিকে যেমন, উত্তর দিনাজপুরের করণদিঘিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় ২জনের। জখম হন আরও কয়েকজন। সে বার নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টা বোঝাই লরির ধাক্কায় সিভিক ভলান্টিয়ার-সহ ২জনের মৃত্যু হয়। ডালখোলা থেকে রায়গঞ্জ আসার সময় জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। তার আগে, চলচি বছরের প্রথম দিনেই কসবায় মোটরবাইকে ধাক্কা  দিয়েছিল এক গাড়ি। তাতে আশঙ্কাজনক অবস্থায় রুবি জেনারেল হাসপাতালে এক তরুণী-সহ দুই বাইক আরোহীকে ভর্তি করতে হয়। দু’জনেরই মাথায় গুরুতর আঘাত ছিল। পুলিশ সূত্রে খবর, বাইক ও গাড়ি সিগন্যাল ভেঙে এগোচ্ছিল। 
এই দুর্ঘটনার বছরখানেক আগে, গত বছরের ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছিলেন অন্তত ২০ জন। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটে। জখমদের রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বাস ও লরি, দুটিরই চালক পলাতক। তবে বিপদগ্রস্ত যানদুটি আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। গত বছর, অগাস্টে আবার খাস কলকাতার বেহালা এলাকায় একেবারে সকালের দিকে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায় ৭ বছরের স্কুলপড়ুয়া সৌরনীল সরকার। অভিযোগ, বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়াকে ধাক্কা মেরেছিল মাটিবোঝাই একটি লরি।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বাবা সরোজকুমার সরকারকে। পরে তাঁকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বেহালায়। মৃতদেহ আটকে রেখে চলে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ-ব়্যাফ। ওই ঘটনা বিস্তর শোরগোল ফেলেছিল গোটা রাজ্য়ে। কিন্তু তার পরও ছবিটা কি বদলে যায়? ছবিটা অন্তত সে রকম বলছে না।


 


আরও পড়ুন:নিখুঁত ছকে গা-ঢাকা, নিয়মিত ডেরা বদল! শাহজাহানের বিস্ফোরক স্বীকারোক্তি