গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বেলা বাড়লে গরম, ভোরের দিকে কুয়াশা। আর সেই ঘন কুয়াশার দাপটেই ভোগান্তি মাদ্রাসা কমিশনের পরীক্ষার্থীদের (Madrasa Commission Examinees)। তাঁদের নিয়ে বেরোনো একটি ভুটভুটি রবিবার ভোরে কুয়াশার জেরে মাঝ মুড়িগঙ্গা নদীতে আটকে যায়। তার পর থেকে তীব্র ভোগান্তি পরীক্ষার্থীদের।
বিশদ...
ভোর তখন সাড়ে পাঁচটা। গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে লট নম্বর ৮-এর দিকে পরীক্ষার্থীদের নিয়ে রওনা দিয়েছিল ওই ভুটভুটি। কিন্তু ঘন কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে ভোরেই মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে যায় তা। বেলা পর্যন্ত ছবির খুব বেশি হেরফের হয়নি। প্রায় ২০ জনের মতো পরীক্ষার্থী রয়েছে ওই ভুটভুটিতে। আজ ডায়মন্ড হারবারে মাদ্রাসা কমিশনের পরীক্ষা রয়েছে। খবর পেয়ে সাগর থানার পুলিশ সেখানে পৌঁছে যায়। পরীক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টাও চলছে। কিন্তু কখন উদ্ধার মিলবে? স্পষ্ট নয়।
আবহাওয়া...
গত কাল, আলিপুর আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছিল তাতে আজ, রবিবার, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত রয়েছে। শুধু আজ নয়, আগামী সপ্তাহের শুরুতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছিল, বেশ কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বস্তুত আজ থেকে আবহাওয়া বদলাতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে হবে বৃষ্টিও । সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিতের কথাই জানান দিয়েছে হাওয়া অফিস। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে রবিবার ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনায় একাংশে ঘন কুয়াশার দাপট ও তার জেরে ভুটভুটি আটকে গিয়ে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হল পরীক্ষার্থীদের।
কলকাতার ছবি...
মহানগরেও এদিন ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে ৮টা নাগাদ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গত পরশু সকাল সাড়ে ৮টা থেকে গত কাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি।
আরও পড়ুন:লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ