রঞ্জিত সাউ, কলকাতা : সুদের পাওনা টাকা আনতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ মহিলা। ননিবালা গাইন নামে বছর ৪০ এর ওই মহিলা ১৯ তারিখ থেকে নিখোঁজ হয় ।
গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ড এর কাছে একটি মাংসের দোকানে টাকা আনতে যান তিনি। তার পর থেকে আর খোঁজ নেই ওই মহিলার। এখনও পর্যন্ত খোঁজ না মেলায় গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডের রাস্তা অবরোধ করে এলাকার লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
১৯ তারিখ রাতে সুদের টাকা আনতে যান শুলংগুঁড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা ননিবালা গাইন। অভিযোগ, গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ড এর কাছে কাছে বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলের মুরগির দোকান রয়েছে। ব্যবসার জন্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা তারা নেয় বলে অভিযোগ। সেই টাকাই ননিবালা ফেরত আনতে যায়।
অভিযোগ, তাকে দোকানে ঢুকতে দেখা যায় কিন্তু বেরোতে কেউ দেখেনি বলে দাবি স্থানীয়দের ।বাড়িতে রাতে না পৌঁছলে চারিদিকে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। কিন্তু আজও কোনও খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই নিউটাউন থানার পুলিশ বিনয় ও মৃন্ময় মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোথায় গেলেন ওই মহিলা, সেই নিয়ে আতঙ্কিত পরিবার ও প্রতিবেশীরা। পরিবারের অভিযোগ, গুম করে দেওয়া হয়েছে তাঁকে। এদিকে আজও তাঁকে খুঁজে না পাওয়া যাওয়ায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা।
দুপুর ২ টোর শিরোনাম :
- গড়ফায় জোড়া মৃত্যুতে রহস্য। ফ্ল্যাটে মহিলার রক্তাক্ত মৃতদেহ। রেল লাইনে সঙ্গীর দেহ। মহিলাকে খুন করে আত্মঘাতী ফ্ল্যাটমালিক, অনুমান পুলিশের।
- ২০১৪ সালের টেট উত্তীর্ণ, এখনও মেলেনি চাকরি। হাজরা, করুণাময়ীতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
- তলব সত্ত্বেও জমা পড়েনি নবম-দশমে নিয়োগ দুর্নীতির অভিযোগের রিপোর্ট। কাল সকাল সাড়ে দশটায় এসএসসি-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের।
- কয়লাকাণ্ডে তৃণমূল নেতার এফআইআর। সিবিআই-এর প্রধান আইও-র বিরুদ্ধে তদন্তে সিআইডি। কলকাতা অফিসে বিস্তারিত তথ্য তলব দিল্লির সিবিআই সদর দফতরের, খবর সূত্রের।
- কাশীপুরে বেশ কয়েকটি বাড়িতে ফাটল। পাশের স্কুলে আশ্রয় বাসিন্দাদের।কীভাবে সমস্যার সমাধান? পুর আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ডেপুটি মেয়রের।
১৩। বিদেশ থেকে বেআইনিভাবে সোনা নিয়ে আসার অভিযোগ। বড়বাজারে দোকান থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত কাস্টমসের। আটক দোকান মালিক।