News Live : বাসন্তী হাইওয়ের কাছে পশ্চিম চৌবাগায় বাসস্ট্যান্ডের কাছে আগুন !
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
প্রেক্ষাপট
কলকাতা: জোর কদমে SIR। বাংলাদেশ পালানোর হিড়িক। অনুপ্রবেশকারীদের হাতে ভারতের ভোটার-আধার কার্ড। কেউ দেন ভোট, কেউ পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও! স্বরূপনগর সীমান্তে বাড়ছে ভিড়। বাংলাদেশ পালানোর আগে অনুপ্রবেশকারীদের চাঞ্চল্য়কর স্বীকারোক্তি।...More
বাসন্তী হাইওয়ের কাছে পশ্চিম চৌবাগায় বাসস্ট্যান্ডের কাছে আগুন, প্লাস্টিকের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
বনগাঁ পুরসভার একাধিক কাউন্সিলরের বাড়িতে হামলা, প্রতিবাদে বনগাঁ থানার মমতা ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভ, পুলিশের ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ তৃণমূল সাংসদ মমতা ঠাকুর
বীরভূমের সিউড়িতে ফের তৃণমূল বনাম তৃণমূল। সাংসদ শতাব্দী রায়ের সামনেই অঞ্চল সভাপতি ও ভাইকে মারধর। আহতদের হাসপাতালে নিয়ে গেলেন সাংসদ। সিউড়ির কোমা পঞ্চায়েতের একটি গ্রামে SIR ক্যাম্প পরিদর্শনে আসেন শতাব্দী রায়। সঙ্গে ছিলেন কোমা অঞ্চল সভাপতি অনুব্রত-ঘনিষ্ঠ বলরাম বাগদি। অভিযোগ, কাজল-শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের সঙ্গীরা বলরাম ও তাঁর ভাইকে মারধর করেন। পরে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান শতাব্দী রায়।
হাজরা মোড়ে প্রাণি সম্পদ বিকাশ দফতরের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা
পুলিশের বাধা, ধস্তাধস্তি, হাজরা মোড়ে ধুন্ধুমার, আটক একাধিক বিক্ষোভকারী, চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে গেল পুলিশ
বনগাঁয় ৬ জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। ১ তৃণমূলের কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চালানোরও অভিযোগ। গতকাল রাতে পুরসভার ২ , ৯, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলা। বাড়ির সামনে গুলি চলেছে, অভিযোগ ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। হামলার অভিযোগ ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরেরও। গতকালই বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে সই করেননি বনগাঁ পুরসভার এই ৬ তৃণমূল কাউন্সিলর। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।
এনুমারেশন ফর্ম দিতে গিয়ে হাতে কোদাল তুলে নিলেন BLO ! সোশাল মিডিয়ায় ভাইরাল রাজস্থানের টঙ্কের ছবি। এনুমারেশন ফর্ম নিয়ে কর্মরত এক কৃষকের কাছে যান BLO। কাজের ব্য়স্ততা থাকায় এনুমারেশন ফর্ম পূরণ করতে পারছিলেন না ওই কৃষক। এরপর কৃষক যাতে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন, তার সুবিধা করে দিতে নিজেই জমি খোঁড়াখুঁড়ি করেন BLO। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুষ্কৃতীতাণ্ডব, পাথরপ্রতিমার দুর্গা গোবিন্দপুরে বেশ কয়েকটি দোকান, বাড়ি ও গোয়ালঘরে আগুন লাগানো হয়, পাথরপ্রতিমার বিডিও-র গাড়িতেও আগুন লাগানোর অভিযোগ, রাতেই দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, সকালে ঘটনাস্থলে যান পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা, পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের
বিহারে নতুন সরকারের শপথগ্রহণ, দশম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশ কুমারের
উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া, পশ্চিমবঙ্গের বাকি এলাকায় বাড়ছে তাপমাত্রা। নভেম্বরে আর ফিরবে না শীত শীত ভাব। শীত ফিরবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। বড়দিনের আগে পর্যন্ত থাকবে শীত, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ চড়বে বলে পূর্বাভাস। গতকাল দুপুরে কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছে ৩০ ডিগ্রির গণ্ডি। সোমবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বুধবার আকাশ মেঘলা, উপকূল ও লাগোয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস। নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত চলতে পারে অকাল বৃষ্টি।
আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে । ২৬ অগাস্ট কুমারগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় ধীরেশচন্দ্র রায়কে । গতকাল তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি। পাল্টা দলীয় কার্যালয়ে গোবর লেপে, জলে ধুয়ে, ধুপ-ধুনো দিয়ে শুদ্ধিকরণ করেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা। নিজের খরচে যে সামগ্রী কিনেছিলেন, সেগুলিই খুলে নিয়ে যাওয়া হয়েছে, দাবি অপসারিত ব্লক সভাপতির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছে বিজেপি, কোন্দলের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে
থাকতেন হুগলির ডানকুনিতে, এ দেশে কুড়ি বছর কেটে গেছে। দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি, স্বীকার করছেন এভাবে থাকাটা আইনত অপরাধ ।
SSC-র তালিকাদের দাগিদের নাম থাকার অভিযোগ। উত্তরকন্যা অভিযান নতুন পরীক্ষার্থীদের। পুরুলিয়াতেও জেলা শিক্ষা দফতরের বাইরে বিক্ষোভ।
নাম, বাবার নাম, এপিক নম্বর - সব এক। আলাদা শুধু ঠিকানা আর ছবি। আর এ নিয়েই এখন বেজায় সমস্য়ায় পড়েছেন, বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রী। অভিযোগ, তাঁর এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরের সুব্রত মিস্ত্রী নামে আরেক ভোটারের কাছে। অভিযোগকারীর দাবি, কমিশন বা স্থানীয় থানা কেউই কোনও সাহায্য করছে না।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে যখন উদ্বেগ উত্তর দিনাজপুরের ইসলামপুরে,তখন ফের শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল SIR-এ নাম বাদ যাওয়ার প্রসঙ্গ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে, ১ কোটি ১৫ লক্ষ মতো বাদ যেতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি আতঙ্গে, সেই কারণে ভোটারের নাম বাদ যাবে বলছে...।
আজ বিহারে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। দশম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধুরি ও বিজয় সিন্হা। শপথগ্রহণের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। নীতীশ কুমারের শপথগ্রহণ উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পাটনা। গান্ধী ময়দানে সকাল ১১.৩০টায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
আজ বিহারে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। দশম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধুরি ও বিজয় সিন্হা। শপথগ্রহণের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। নীতীশ কুমারের শপথগ্রহণ উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পাটনা। গান্ধী ময়দানে সকাল ১১.৩০টায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
মালবাজারে BLO-র মৃত্যুতে জেলাশাসকের রিপোর্ট চাইল কমিশন।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে, বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ।
বাংলায় SIR-এর আবহেই এবার ওড়িশায় কাজে গিয়ে ফের বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের পাঁচজন ও পূর্ব মেদিনীপুরের পাঁচজন ফেরিওয়ালাকে আটক করার অভিযোগ। থানায় কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পরও বিস্কুট ছাড়া কিছু খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আটক ফেরিওয়ালারা নিজেদের অভিযোগের কথা এক ভিডিও বার্তার মাধ্যমে জানান। সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল।
ফের ২০০২-এর ভোটার তালিকা থেকে শয়ে শয়ে নাম উধাও। বলাগড়ের বুথের প্রায় ৯০০ জনের নাম আগের SIR লিস্টে। উদ্বেগের কিছু নেই, কমিশনকে জানানো হয়েছে, আশ্বাস DM-র।
জোর কদমে SIR। বাংলাদেশ পালানোর হিড়িক। অনুপ্রবেশকারীদের হাতে ভারতের ভোটার-আধার কার্ড। কেউ দেন ভোট, কেউ পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও!