পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ইস্তফা দিলেন তৃণমূল প্রধান। কাটমানির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল, কটাক্ষ বিজেপির। কোন্দল নয়, শুভবুদ্ধির উদয় হওয়ায় পদত্যাগ, প্রধানের ইস্তফা নিয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছে তৃণমূল।


বোর্ড গঠনে শাসক-কোন্দল, অন্তর্দ্বন্দ্বে পদত্যাগ প্রধানের শুরুটা হয়েছিল পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই। কে প্রধান হবেন, তা নিয়ে চলছিল টানাপোড়েন। বোর্ড গঠনের পরেও যা অব্যাহত ছিল। তার জেরেই এবার প্রধান পদে ইস্তফা দিলেন বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবারের ভোটে এই পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে সবকটিতেই জেতে তৃণমূল।
বিবেক শী-কে প্রধান করার নির্দেশ দেয় দল। কিন্তু, দলীয় হুইপ অগ্রাহ্য করে ভোটাভুটিতে প্রধান হন প্রদীপ পাল। ১০-৯ ভোটে হারান দলেরই মনোনীত প্রার্থী বিবেক শী-কে। 


১৬ তারিখ নব নির্বাচিত প্রধানকে শোকজ করে তৃণমূল। বোর্ড গঠনের ১৭ দিনের মাথায়, ২৮ অগাস্ট পদত্যাগ করেন প্রধান বড়জোড়ার বিডিও-র কাছে চিঠি পাঠান। এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তৃণমূলের পদত্যাগী প্রধান প্রদীপ পাল।


প্রধানের পদত্যাগ নিয়ে তৃণমূলকে কাটমানি-খোঁচা দিয়েছে বিজেপি, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)। প্রধানের চিঠি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। সব মিলিয়ে বেলিয়াতোড় পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধানের ইস্তফা ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।                                                                   


বাঁকুড়াতে আগেও গোষ্ঠীদ্বন্দ্ব: এর আগেও বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। সেই কারণেই কি গত ২৮ অগাস্ট ভেস্তে গেল, বাঁকুড়া জেলা পরিষদে স্থায়ী সমিতি গঠন? বিরোধীদের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারেণে আজ গরহাজির ছিলেন তৃণমূলের জয়ী প্রার্থীরা। তাই স্থায়ী সমিতি গঠন করা যায়নি। থমকে উন্নয়নের কাজ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


বীরভূমে কর্মীদের মধ্যেই হাতাহাতি: সম্প্রতি বীরভূমে বিজেপির বিবাদ এতই চরমে পৌঁছয় যে খোদ জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন কর্মীদের একাংশ। সিউড়ি পার্টি অফিসের সামনে দলীয় কর্মীদের মধ্যেই হাতাহাতি বেঁধে যায়। ধস্তাধস্তিতে জড়ান বিজেপির জেলা সভাপতিও। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।