মুম্বই: মায়ানগরীতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন। তার আগে, 'জলসা'য় পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুম্বইয়ে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাংলো 'জলসা'। বৃহস্পতিবার বিকেলে সেখানে পৌঁছন মমতা। 'জলসা'র ফটক পেরিয়ে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়। অমিতাভকে রাখি পরালেন মমতা। (Rakhi Purnima)


এদিন 'জলসা'য় মমতাকে স্বাগত জানাতে হাজির হয় গোটা বচ্চন পরিবার। অমিতাভ ছিলেনই, ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, আরাধ্যা এবং অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন এবং তাঁর মেয়ে নব্যা নন্দাও। মমতা জানান, সেখানে পুরনো দিনের গল্পে যোগ দেন সকলে। কলকাতা থেকেই যে জীবন শুরু, ফের স্মরণ করান অমিতাভ। 'ধন্যি মেয়ে' জয়া এবং তাঁর পরিবারের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথাও তুলে ধরেন মমতা।



'জলসা' থেকে বেরিয়ে এদিন মমতা বলেন, "আমার হাতে ক্ষমতা থাকলে, অনেক আগেই দিয়ে দিতাম, তবে আমি অমিতাভজিকে ভারতরত্নই বলি। অমিতাভজি, জয়াজি, অভিষেকজি, ঐশ্বর্যাজি, শ্বেতাজি, আরাধ্যা, সকলে একসঙ্গে ছিলেন। আমার সঙ্গে কথা হল। আড্ডা হল পুরনো দিনের কথা নিয়ে। জয়াজির ছবি, ধন্যি মেয়ে আমাদের অত্যন্ত প্রিয়। ছবির গান জনপ্রিয় আজও। ওঁদের পরিবারকে ভালবাসি আমি। দুর্গাপুজোয় আমন্ত্রণ জানিয়েছি আসার জন্য। চলচ্চিত্র উৎসবেও আসতে বলেছি। অমিতাভজি থাকবেন, শাহরুখ থাকবে, সলমন থাকবে, অনিল কপূরও হ্যাঁ বলেছেন।"


আরও পড়ুন: Narendra Modi: ২০২৪-এ মহাযুদ্ধের প্রস্তুতি, সোয়ার্ৎজেনেগারের আদলে পোস্টার-বয় মোদি, নেতা থেকে হলেন ‘টার্মিনেটর’!


২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বইয়ে তৃতীয় বৈঠক রয়েছে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের। সেই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলই মুম্বই পৌঁছে যান মমতা। সেখানে পৌঁছেই 'জলসা'র উদ্দেশে রওনা দেন মমতা। তাঁর কনভয় ঘিরে তখন ভিড় উপচে পড়ছে। গাড়িতে বসেই হাতজোড় করে সকলকে অভিবাদন জানান মমতা। তার পর 'জলসা'য় ঢুকে যায় তাঁর গাড়ি। (Opposition Alliance)



বচ্চন পরিবারের সঙ্গে বরাবরই সুসম্পর্ক মমতার। মমতার ডাকেই কার্যত ফি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভের উপস্থিতি বাঁধাধরা। সেখানে বাংলায় ভাষণ রাখার পাশাপাশি, বাংলার সঙ্গে নিজের নিবিড় যোগের কথা তুলে ধরেন মমতা। বাঙালি ঘরের মেয়ে, অমিতাভ ঘরণী জয়া বচ্চনও উপস্থিত থাকেন কলকাতা চলচ্চিত্র উৎসবে। 


শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতার হয়ে বাংলা প্রচারও করেছিলেন জয়া। সেই সময় মমতার হয়ে জয়া বলেছিলেন, "একা এক মহিলা লড়ে চলেছেন। বাংলাকে জবরদখল হতে দেননি। তাই ছুটে এসেছি আমি।" বিজেপি বিরোধী শিবির সমাজবাদী পার্টির নেত্রী, রাজ্যসভার সাংসদও। সেই নিরিখে বিরোধী I.N.D.I..A জোটের অংশ, তৃণমূলের শরিক। বয়সে অমিতাভ এবং জয়ার চেয়ে ছোট মমতা।