রঞ্জিত সাউ, নিউটাউন: শুক্রবার নিউটাউনে (Newtown) নতুনপুকুরে (Notunpukur) রামকৃষ্ণ সেবা মিশনের রাধুনির আত্মহত্যা ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পুলিশ লাঠিচার্জ করে। গতকাল পুলিশ সূত্রে খবর গতকাল রাতেই মৃতের পরিবার মিশনের মহারাজের বিরুদ্ধে আত্মহত্মার প্ররোচনার অভিযোগ তুলেছে। অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার ঘটনায় ওই মিশনের মহারাজ স্বামী হরিমায়া নন্দকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ। আজ তাঁকে বারাসাত কোর্টে তোলা হবে।


মিশনে রাঁধুনীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে নিউ টাউনে। রামকৃষ্ণ সেবা মিশনের মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা। উঠে মারধরের অভিযোগও। লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ।                     


একজনের মৃত্যু ঘিরে রহস্য। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুক্রবার ধুন্ধুমারকাণ্ড ঘটে গেল নিউটাউনের নতুন পুকুর এলাকায়। আশ্রমের মহারাজদের উপর চড়াও হলেন এলাকাবাসীরা। পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ! পাল্টা বেধড়ক লাঠি চালাল পুলিশও। 


নিউটাউনের নতুন পুকুর এলাকায় রয়েছে রামকৃষ্ণ সেবা মিশন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে আশ্রমের ঘর থেকে উদ্ধার হয়, ৩৭ বছরের রোহিত হালদারের ঝুলন্ত দেহ। 


তিনি আশ্রমের রাঁধুনী ছিলেন। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। মৃত্যুর খবর চাউর হতেই, রামকৃষ্ণ সেবা মিশনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। গেট খুলে ভিতরে ঢুকে পড়েন তাঁরা। আশ্রমে কর্মীদের উপর অত্যাচার করা হয়, এই অভিযোগে আশ্রমের মহারাজের উপরেও চড়াও হন বিক্ষোভকারীরা। এক মহারাজ কার্যত ধাক্কা মারতে মারতে বের করে দেওয়া হয়। 


আরও একজনকে মারধর করা হয় বলেও অভিযোগ। নিউটাউনের নতুন পুকুরের বাসিন্দা এক মহিলা বলেন, একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলে দিল। সাধুদের এখানে রাখা যাবে না। রামকৃষ্ণ সেবা মিশনের তরফে জানানো হয়েছে, দিন কয়েক আগে এখানে চুরি হয়েছিল। তার জন্য ওই ব্যক্তি ও তাঁর এক সহকর্মীর উপর তাঁরা সন্দেহ করেছিলেন বলে স্বীকারও করেছেন এক মহারাজ। যদিও মৃত্যুর সঙ্গে সেই ঘটনার যোগ মানতে নারাজ রামকৃষ্ণ সেবা মিশন কর্তৃপক্ষ।                                     


পরিস্থিতি সামাল দিতে টেকনোসিটি থানা থেকে আসে বিশাল পুলিশ বাহিনী। তাদের দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরই লাঠি চালাতে শুরু করে পুলিশ। সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।