সাতসকালে শহরে ফের দুর্ঘটনার কবলে বেপরোয়া গাড়ি। এয়ারপোর্ট যাওয়ার পথে, নিউটাউন কদমপুকুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকের লেনে গিয়ে পড়ে। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। চালক-সহ গাড়িতে ছিলেন ৩ তরুণ। কেউ আহত না হলেও, মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে। চালক-সহ ওই তিনজনকে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ। মাসদুয়েক আগে একই জায়গায় পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গাড়ি। একজনের মৃত্যু হয়।
এ দিনই খড়গপুরের পানাছত্র এলাকায় রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরের পিছনে স্কুটারের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির ছাত্রের। মৃতের নাম সমীর বিশ্বাস। গুরুতর জখম হয়েছে আরও এক ছাত্র। তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে খড়গপুর-বেলদা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। স্কুটারে চড়ে টিউশন থেকে ফিরছিল বছর সতেরোর দুই ছাত্র। ট্র্যাক্টর চালকের খোঁজ চলছে।