রঞ্জিত সাউ,  নিউটাউন: নিউটাউনের (Newtown) রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। পিকআপ ভ্যানের (Pickup Van) সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর আহত হন এক যুবক। সে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পিকআপ ভ্যানটিকে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station)। সূত্রের খবর, রঙ সাইট থেকে আসছিল বাইকটি। 


ঠিক কী হয়েছিল: পুলিশ সূত্রে খবর নিউটাউন বিশ্ববাংলা সরণী রাস্তা থেকে ডিরোজিও কলেজের দিকে বাইকটি রং সাইট দিয়ে যাচ্ছিল। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির। বাইকটি গাড়ির নীচে ঢুকে যায়। স্থানীয়রা এসে আরোহীকে বের করে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর। গাড়িটিকে আটক করেছে পুলিশ। আহত যুবকের নাম সঞ্জীব মন্ডল। জানা গিয়েছে সে শাসনের বাসিন্দা।


বেলদা স্টেশনের কাছে বড় দুর্ঘটনা: অন্যদিকে গত ২৬ মার্চ আরেকটি ঘটনা প্রকাশ্যে আসে। একটুর জন্য রক্ষা পেল  ফলকনুমা এক্সপ্রেসের (Falaknuma Express)। ফলকনুমা এক্সপ্রেসের পিছনের ৩টি বগি খুলে বিপত্তি। প্রায় ১ কিমি এগিয়ে যাওয়ার পরে থামল ফলকনুমা এক্সপ্রেস। ফের বগি জুড়ে ৪৫ মিনিট পরে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস। এই ঘটনার জন্য আপ-ডাউন ২টি লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। কাপলিং খুলে যাওয়াতেই বিপত্তি, জানালেন গার্ড। 


ফলকনুমা এক্সপ্রেস: জানা গিয়েছে, ডাউন ফলকনুমা এক্সপ্রেসে (Falaknuma Express)এই ঘটনাটি ঘটে। এদিন সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার (Howrah) দিকে আসছিল এই ট্রেন। ট্রেনের শেষদিকের ৩টি বগি যার মধ্যে রয়েছে দুটি জেনারেল বগি এবং একটি এসি বগি বাকি ট্রেন থেকে খুলে যায়। খুলে যাওয়ার পর দাঁড়িয়ে থাকে ওই ৩টি বগি। অন্যদিকে ইঞ্জিন সহ বাকি কামড়া এগোতে থাকে। এরপর প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন। গার্ড এবং চালকের নজরে আসে এই ঘটনা। এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটা দাঁড় করানো হয়। পরে ইঞ্জিনিয়ার এসে বাকি সব কামড়ার সঙ্গে ওই তিন কামড়া জুড়ে দেন। প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।