আবির দত্ত, কলকাতা: রামনবমীতে (Ramnabami) অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করল এনআইএ (NIA)। হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। শিবপুর ও শ্রীরামপুরে অশান্তি ঘটনায় ৪ মামলা। রিষড়ায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। পাশাপাশি ডালখোলায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে NIA-র তরফে।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিলই। সেই মোতাবেক, রাজ্যের ৩ জেলায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করে দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। দাড়িভিটকাণ্ডে কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই, রামনবমীর মিছিল ঘিরে, ৩ জেলায় অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করে তদন্ত নামল NIA এই তদন্তে DSP এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা থাকবেন বলে NIA সূত্রের খবর।
প্রেক্ষাপট: ৩০ মার্চ, রামনবমীর মিছিলকে ঘিরে ২ পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড এলাকা পুলিশের গাড়ি, বাস, টোটো-অটো-বাইকে ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ করে ছোড়া হয় ইট-পাটকেল।
সেদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়। কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ঠিক ২ দিন পর, ২ এপ্রিল হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন - কিচ্ছু বাদ যায়নি! রামনবমীর মিছিল ঘিরে অশান্তির প্রেক্ষাপটে, হাইকোর্টে মামলা করেন শুভেনদু অধিকারী। দাবি ওঠে এনআইএ তদন্তের। তারই প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল
তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট: কলকাতা শিবপুর, রিষড়া ও ডালখোলায় অশান্তির ঘটনায়, NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে, হাওড়ার শিবপুর এবং হুগলির শ্রীরামপুরের অশান্তির ঘটনায় ২টি করে মোট ৪টি মামলা হুগলির রিষড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির ঘটনায় ১টি করে, মোট ২টি মামলা রুজু করা হয়েছে বলে এনআইএ সূত্রের খবর।
রাজ্যে একাধিক মামলার তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের আওতাধীন এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থার হাতে ২০২১ সাল থেকে এখনও অবধি বাংলায় মোট ৯টি মামলা করেছে NIA। এর মধ্য়ে ৩টি মামলা হয় ২০২১-এ। ২০২২ থেকে এখনও অবধি মোট ৬টি মামলা রুজু করেছে তারা। যার সর্বশেষ সংযোজন রামনবমীর মিছিল ঘিরে অশান্তির এই মামলা।