ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত, কলকাতা: খোদ কলকাতার বুকে এনআইএ-এর তল্লাশি। এক নয়, একাধিক জায়গায় একসঙ্গে তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। মোমিনপুরকাণ্ডের তদন্তে বুধবার ১৭টি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। তল্লাশিতে প্রায় ৩৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযানের সময় গাড়ি আটকে বিক্ষোভও দেখান স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।


নগদ উদ্ধার:
মোমিনকাণ্ডের এআইএ তদন্তে এবার উদ্ধার হল প্রচুর নগদ টাকা। মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় অক্টোবর মাসে মামলা রুজু করেছিল পুলিশ। পরে সেই ঘটনার তদন্তভার নেয় এআইএ। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। বুধবার মোমিনপুরকাণ্ডের তদন্তে একযোগে ১৭টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। তল্লাশি অভিযানে উদ্ধার হয় প্রায় ৩৩ লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, বুধবারের তল্লাশি অভিযানের সময় একটি বাড়িতে তালা ভেঙে ঢোকেন এনআইএ অফিসাররা। এনআইএ-র গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। 


পরে একবালপুর থানা ও ওয়াটগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং এনআইএ-র গাড়ি সেখান থেকে বার করে নিয়ে যায়। 


মোমিনপুরকাণ্ডের তদন্ত করছিল কলকাতা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে সিট গঠন করা হয়।তারা কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠায়। গত ১৯ অক্টোবর, মোমিনপুরে অশান্তির ঘটনায়  তদন্ত শুরু করে এনআইএ।  ৮ অক্টোবর রাত থেকে মোমিনপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়েছিল। ৫টি  FIR করে তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ।  এই প্রেক্ষাপটে ১২ অক্টোবর মোমিনপুরকাণ্ডের তদন্ত বা NIA করবে  কিনা? সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ওপর ছাড়ে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বলে, রাজ্যের রিপোর্ট এবং মামলার গুরুত্ব বুঝে NIA তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। শেষপর্যন্ত অমিত শাহের অধীনস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সেই তদন্তভার নেয় NIA।  এতদিন কলকাতা পুলিশ ৫টি এফআইআর করে ঘটনার তদন্ত চালাচ্ছিল।  গ্রেফতার করা হয় ৬১ জনকে। 


আটক সুকান্ত মজুমদার: ঘটনার দিন মোমিনপুরে অশান্তির ঘটনাস্থলে যেতে চাওয়ায় সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ। চিংড়িঘাটা মোড়ে আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা হয় সুকান্ত মজুমদারের। শেষে বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বালুরঘাটের সাংসদ মোমিনপুরে যাচ্ছিলেন কী করতে? প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তা নিয়ে বিস্তর তরজাও হয়।


আরও পড়ুন: সিসি টিভি ক্যামেরায় পাথর ছোড়ার মুহূর্তের ছবি, দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ