আবির দত্ত, কলকাতা: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ( Bhupatinagar Blast Case)  FIR দায়ের করে তদন্ত শুরু করল NIA। গত বছর ডিসেম্বরে, কাঁথিতে (Contai) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়! মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি (TMC Booth President) ও দলের ২ কর্মীর। যা নিয়ে চলছে রাজনৈতিক তরজা। 


কী ঘটেছিল?
বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু, ভোটের দিন ঘোষণার আগে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে বোমা-বারুদ!! ঘটেছে একাধিক বিস্ফোরণের ঘটনা, হয়েছে প্রাণহানি!! এই আবহে রাজ্যের আরও একটি বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করল NIA. পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার তদন্ত প্রক্রিয়া শুরু করে দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। গত বছর ২ ডিসেম্বর, কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়! বিস্ফোরণের তীব্রতায় ধূলিসাৎ হয়ে যায় আস্ত বাড়ি! উদ্ধার হয় তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ জনের ঝলসানো দেহ! চাঞ্চল্যকরভাবে বিস্ফোরণস্থল থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয় রাজকুমার মান্না নামে তৃণমূল নেতার মৃতদেহ! আশেপাশের এলাকাতে আরও ২ তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কী জানা গেল?
NIA সূত্রের খবর, মামলায় বিস্ফোরক আইন যুক্ত করা হয়েছে। নগর দায়রা আদালতে জমা পড়েছে FIR-এর কপি। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড সহ এ-রাজ্য়ে ১৬টি মামলা করেছে NIA। এর মধ্য়ে ৩টি মামলা হয় ২০২১ সালে। আর ২০২২ থেকে এখন পর্যন্ত ১৩টি মামলা রুজু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর মধ্য়ে রয়েছে, বীরভূম, খেজুরি, বেলডাঙার বিস্ফোরণের মামলা, অর্জুন সিংহের বাড়ির সামনে বিস্ফোরণের মামলা, বিস্ফোরণে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের আহত হওয়ার মামলা, হাওড়ায় জঙ্গি গ্রেফতার, মোমিনপুরে অশান্তির মামলা, 
রামনবমীর মিছিলে অশান্তি, ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। গ্রামবাংলার ভোটের লড়াই আর একমাসও বাকি নেই। সেই ভোটে বিরোধীদের কাছে অন্যতম হাতিয়ার রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা-বারুদ উদ্ধারের ঘটনা। এই প্রেক্ষাপটে এবার ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় FIR দায়ের করল স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা NIA।


আরও পড়ুন:নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?