আবির দত্ত, কলকাতা: ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা-কর্মীদের ফের তলব করল এনআইএ। তৃণমূল নেতা, কর্মী-সহ ৮ জনকে ফের নোটিস পাঠাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। আগেরদিন গরহাজির হওয়ার ফের নোটিস পাঠিয়ে তলব করল এনআইএ। নিউটাউনে এনআইএ-র অফিসে ফের তলব করা হয়েছে ওই আটজন তৃণমূল নেতা-কর্মীদের।
২০২২ সালের ৩ ডিসেম্বর ভূপতিনগরে (Bhupatinagar Incident) ওই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রথমে পুলিশ তদন্ত করেছে। পরে তদন্তের ভার যায় এনআইএ-এর হাতে। এরই মধ্যে এনআইএ-এর তদন্তকারী আধিকারিকের বদলি হয়। তারপরে ডিএসপি পদমর্যাদায় একজন আধিকারিকের নেতৃত্বে ওই তদন্ত চলছে। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এর আগেও একাধিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এনআইএ- মনে করছে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এই আটজনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে।
প্রথম নোটিশ (NIA Notice to TMC Leaders) পাঠানোর পরে ওই আট জন কেউই যাননি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে। সূত্রের খবর, ওই আটজনের কেউ নিজে, কেউ আবার আইনজীবী মারফত এনআইএ-অফিসে খবর পাঠিয়েছেন যে তাঁরা আসতে পারবেন না। সূত্রের খবর, কেউ কেউ জানিয়েছেন নির্বাচনের কাজের জন্য তাঁরা ব্যস্ত থাকায় আসতে পারবেন না।
কাদের তলব?
নবকুমার পান্ডা, সুবীর মাইতি, মিলন বার, অরুণ মাইতি ওরফে উত্তম মাইতি, বলাইচরণ মাইতি, শিবপ্রসাদ গায়েন, মানবকুমার বড়ুয়া, অনুব্রত জানা- এই আটজনকে নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে এনআইএ।
এনআইএ সূত্রের খবর, আসতে পারবেন না বলে জানানোয় তাঁদের পরে নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়েছে আগামীকালই তাঁদের আসতে হবে। দ্বিতীয় নোটিশ নিয়ে ওই আটজনের কেউ কোনও উত্তর দেননি।
একদিনে যখন তৃণমূল কর্মীকে এনআইএ তলব করল, তখন এদিনই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, এনআইএ-র এসপি ডি আর সিংহের নিউটাউনের বাড়িতে তাঁর সঙ্গে দুটি বৈঠক করেছেন দুই বিজেপি প্রার্থী। নিজাম প্য়ালেসেও অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির আরেক নেতা। অভিযান চালানো ও তঋণূল নেতাদের গ্রেফতারির পরিকল্পনা করা হচ্ছে। ভোটের মুখে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের। এনআইএ সূত্রে দাবি অভিযোগ ভিত্তিহীন। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত রোগী, জটিল অস্ত্রোপচারে নজির পুরুলিয়া মেডিক্যালে