মায়ামি: তাঁর বয়স ৪৪ পার করেছে, তবে তাঁর খেলা দেখে তা বোঝা দায়। রোহন বোপান্না (Rohan Bopanna) ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গী করে ফের এক ফাইনালে পৌঁছলেন। মায়ামি ওপেনের (Miami Open 2024) সেমিফাইনালে স্ট্রেট সেটে স্পেনের মার্সেল গ্রানোলার্স এবং আর্জেন্তিনার হোরাসিও জেবায়সের জুটিকে পরাস্ত করলেন বোপান্নারা। এর সঙ্গে সঙ্গেই বোপান্নার ফের একবা এটিপি ডাবলস ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছনো নিশ্চিত হয়ে গেল।   


এই নিয়ে ১৪ বার বোপান্না এটিপি মাস্টার্স ১০০০-র ফাইনালে পৌঁছলেও, প্রথমবার মায়ামিতে ফাইনালে উঠলেন ভারতীয় টেনিস তারকা। এবডেনকে সঙ্গী করে বোপান্নার এটি পঞ্চম মাস্টার্স ফাইনাল। ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই লিয়েন্ডার পেজ়ের কৃতিত্বে ভাগ বসালেন বোপান্না। পেজ়ের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে নয়টি এটিপি মাস্টার্স ইভেন্টেরই ফাইনালে পৌঁছলেন বোপান্না। তাঁদের সেমিফাইনাল ম্যাচের স্কোর ৬-১, ৬-৪। 


 






বোপান্না এবং এবডেন ম্যাচের শুরু থেকেই নিজেদের দাপট দেখান। দ্বিতীয় সেটে প্রতিপক্ষ ম্যাচে ফেরার চেষ্টা করেন বটে, তবে বোপান্নারা সেই চেষ্টা ব্যর্থ করে দ্বিতীয় সেট এবং ম্যাচ নিজেদের নামে করে ফেলেন। কেরিয়ারের ষষ্ঠ এটিপি মাস্টার্স খেতাব জয়ের লক্ষ্যে এবার কোর্টে নামবেন বোপান্না। ফাইনালে বোপান্না, এবডেন জুটি দ্বিতীয় বাছাই ইভান ডডিক ও অস্টিন ক্রাইসেক জুটির বিরুদ্ধে শনিবার খেতাব লড়াইয়ে কোর্টে নামবেন।  


অপরদিকে মায়ামি ওপেনের সিঙ্গেলসের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দানিল মেদভেদেভ এবং জানিক সিনার একে অপরের মুখোমুখি হবে। অপর সেমিফাইনালে গ্রেগর দিমিত্রভ এবং আলেকজান্ডার জেরেভ একে অপরের মুখোমুখি হবেন। গত বছরের ফাইনালে সিনার ও মেদভেদেভ একে অপরের মুখোমুখি হয়েছিলেন। খেতাব জিতেছিবলবেন মেদভেদেভ। এবারও কিন্তু পুরুষদের সিঙ্গেলসের খেতাবি লড়াইয়ে সেই ম্যাচের পুনরাবৃত্তি ঘটতে পারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: দুই ম্যাচে আসেনি বড় রান, রাজস্থানের বিরুদ্ধে আউট হয়ে মেজাজ হারালেন পন্থ