লন্ডন: নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20) কেরিয়ারে প্রথম শতরান হাঁকিয়েছেন গতকালই। ৫৫ বলে সূর্যকুমার যাদবের ঝোড়ো ১১৭ রানের ইনিংস। দলকে জেতাতে না পারলেও টি-টোয়েন্টি (T20 Cricket) ক্রিকেটের অন্য়তম সেরা ইনিংস হিসেবেই সবাই দেখছেন সূর্যর ইনিংসকে। দেশ বিদেশের বর্তমান-প্রাক্তন ক্রিকেটার সবাই সমীহ করছেন সূর্যকুমারের (Suryakumar Yadav) ইনিংসের। এবার সেই তালিকায় যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বাংলা প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারিও (Manoj Tiwary)। তিনি শুধু সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাই জানালেন না। একেবারে অভিনব স্টাইলে নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করলেন মনোজ। 


ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় সূর্যকুমারকে শুভেচ্ছা মনোজের


 






শেষ টি-টোয়েন্টি ম্য়াচে হার ভারতের



রোহিতের নেতৃত্বে আগেই সিরিজ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। গতকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্য়ান্ড অধিনায়ক জস বাটলার। ২১৫ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড। এরপর ২১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নাম ভারত। কিন্তু, গোড়াতেই ধাক্কা খেতে হয়। মাত্র ৩১ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর দলকে সেই খাদ থেকে টেনে তোলার দায়িত্ব নেন সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। চতুর্থ উইকেটে ১১৯ রান তোলে এই জুটি। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান সূর্য। শ্রেয়স ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে শেষ রক্ষা হয়নি। মোক্ষম সময়ে সূর্যকুমার আউট হতেই ম্যাচে জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। ১৯৮ রানে শেষ হয় ভারতের ইনিংস।


আরও পড়ুন: 'আমি বুঝি না, কেন তাঁদের বিশেষজ্ঞ বলা হয়', বিরাটের পাশে দাঁড়িয়ে কী বললেন রোহিত?