গায়ানা: ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ান ডে ম্যাচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ (Bangladesh)। দুরন্ত পারফরম্যান্স বাংলাদেশের তরুণ স্পিনার অলরাউন্ডার মেহদি হাসানের (Mehdi Hasan)। তরুণ পেসার শরিফুল ইসলামও বল হাতে জ্বলে উঠেছেন। প্রতিপক্ষ শিবিরের তিন মুখ্য ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মেহদি। 


টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক


বৃষ্টির জন্য মাঠ ভেজা ছিল। খারাপ আবহাওয়ার কথা ভেবে ওভার সংখ্যা কমিয়ে ৪১ ওভার পার সাইড ম্যাচ করা হয় এদিন। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ১০ রান করে মেহদি হাসানের বলে কেইল মায়ার্স ফিরে যান বোল্ড হয়ে। শামারা ব্রুকস ৩৩ রান করেন। তাঁকে ফেরান শরিফুল। অধিনায়ক পুরান মাত্র ১৮ রান করেন এদিন। তাঁকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের চাপ বাড়িয়ে দেন মেহদি। এরপর আইপিএলে বিধ্বংসী মেজাজে ব্যাট করা রভমন পাওয়েলকেও প্যাভিলিয়নের রাস্তা দেখার মেহদি। এরপর আর কেউ তেমন রুখে দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলিং লাইন আপের সামনে। শেষ পর্যন্ত ৯ উিকেট হারিয়ে ১৪১ রানই মাত্র তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।


 






৩১.৫ ওভারেই ম্যাচ জয় বাংলাদেশের 


রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য বাংলাদেশেরও ভাল হয়নি। লিটন দাস মাত্র ১ রান করে ফিরে যান। এরপর তামিম ইকবাল ও নাজমুল হোসেন মিলে ৪৯ রান বোর্ডে যোগ করেন। তামিম ৩৩ রান করে রান আউট হয়ে যান। নাজমুল ৩৭ রান করেন। মিডল অর্ডারে নেমে ৪১ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। ৬৯ বলের ইনিংসে ২টো বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান এই মিডল অর্ডার ব্যাটার। নুরুল হাসান ২৭ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। 


আরও পড়ুন: সেলাম জানিয়ে ভিডিও পোস্ট, অভিনব স্টাইলে সূর্যকুমারকে শুভেচ্ছা মনোজের