কলকাতা: শ্রীশ্রী সারদা মায়ের সম্পর্কে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক-চিকিত্সক নির্মল মাজির (Nirmal Maji) বিতর্কিত মন্তব্যে উদ্বেগ প্রকাশ করল রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission)।  ওই রাজনৈতিক নেতার মন্তব্যে অগণিত ভক্ত শ্রীশ্রী সারদা মায়ের মর্যাদাহানি হয়েছে বলে মনে করছেন। বিবৃতিতে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।


কী বলেছিলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক নির্মল মাজি? মমতার মাধ্যমে মা সারদার পুনর্জন্ম ঘটেছে বলে সোমবার একটি সভায় দাবি করেন নির্মল। তাঁর সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও। যদিও ভিডিওটি-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ওই ভিডিওয় বলতে শোনা যায়, "মারা যাওয়ার কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের কিছু সতীর্থের সঙ্গে কথা বলেছিলেন মা সারদা। বলেছিলেন,  খাল পেরিয়ে হরিশ চ্যাটার্জি রোড হয়েই কালীঘাট যান তিনি, ঠিক এখন যেখানে দিদি থাকেন। মা সারদা বলেছিলেন, 'মৃত্যুর এতদিন পর কালীঘাটের কালীক্ষেত্রে ফের জন্ম নেব আমি। মনুষ্য জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব'।" এরই সঙ্গে নির্মল জোড়েন, "পরিসংখ্যান এবং সংখ্যাতত্ত্বের হিসেবে দেখা যাচ্ছে, সারদা মায়ের মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের যে সময়কাল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা, তিনিই ফ্লোরেন্স নাইটিঙ্গল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা। অষ্টমী-নবমীর সন্ধি ক্ষণে যাঁর জন্ম, তিনিই যুগে যুগে, দেশে দেশে, কালে কালে নবরূপে উন্মোচিত হন।"


উদ্বেগ প্রকাশ রামকৃষ্ণ মিশনের: এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়। এবার এই মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission)। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, “রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ব্রহ্মচারী দুঃখের সঙ্গে মনে করছে উপরোক্ত নেতা তাঁর বক্তব্যের মাধ্যেম শ্রীশ্রী মা সারদা দেবীর মর্যাদাহানি করেছেন। আমাদের অগণিত ভক্তমণ্ডলী ইমেল, হোয়াটসঅ্যাপ, টেলিফোনের মাধ্যমে তাঁদের ক্ষোভ ও মর্ম বেদনা জানাচ্ছেন। বাস্তবিক ভাবেই ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করার উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সকলের মায়ের অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে।’’  স্বামী সুবীরানন্দ জানিয়েছেন, বিভিন্ন গ্রন্থ, প্রামাণ্য তথ্য ও সাধু-সন্ন্যাসীদের কাছ থেকে এমন কোনও তথ্য মেলেনি। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রামকৃষ্ণ মিশন। 


আরও পড়ুন: Calcutta Medical College: এখনই কড়া পদক্ষেপ নয়, পরীক্ষায় গণ গরহাজিরায় সিদ্ধান্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের